Homeবিনোদনবিটিভিতে আজ প্রচারিত হবে নাটক ‘কলংক’

বিটিভিতে আজ প্রচারিত হবে নাটক ‘কলংক’


মা-বাবা, অভিভাবকেরা সব সময় সন্তানের মঙ্গল কামনা করেন। তাই জীবন চলার পথে তাঁদের পরামর্শ ও মতকে প্রাধান্য দিতে শিখতে হবে। সংসারজীবনে কল্পনাকে প্রশ্রয় দিলে চলবে না। জীবনে ঘাত-প্রতিঘাত আসবে, তা ধৈর্য ও সাহস নিয়ে মোকাবিলা করতে হবে। এই ঘাত-প্রতিঘাতই মানুষকে শক্ত-মজবুত করে বাঁচতে শেখায়।

এমনই পটভূমিতে তহুরুজ্জামান বাবু রচনা করেছেন নাটক ‘কলংক’। নাটকটি প্রযোজনা করেছেন সৈয়দা ফারহানা হাসান। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মুনমুন আহমেদ, আয়েশা সালমা মুক্তি, সোহান খান, সাবিহা আখতার, আরজুমান্দ আরা বকুল, প্রীতি আহমেদ, রিনা রহমান ও জিফা। আজ ২১ ডিসেম্বর শনিবার রাত ৯টা ৫ মিনিটে নাটকটি প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশনে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত