Homeবিনোদনবাবা-মা কখনো সন্তানের বন্ধু হতে পারে না: অভিষেক

বাবা-মা কখনো সন্তানের বন্ধু হতে পারে না: অভিষেক


বর্তমানে সিনেমার প্রচারে ব্যস্ত আছেন বলিউড তারকা অভিষেক বচ্চন। প্রচারের সময় অভিভাবকত্ব নিয়ে নিজের মতপ্রকাশ করেন তিনি। জানান, বাবা-মা কখনো সন্তানের বন্ধু হতে পারে না। খবর: ফিল্মি বিট

বলিউডে বেশ কয়েকটি সিনেমায় বাবার চরিত্রে অভিনয় করেছেন অভিষেক। ‍সম্প্রতি মুক্তি পেতে যাচ্ছে তার পরবর্তী সিনেমা ‘বি হ্যাপি’। সিনেমায় সিঙ্গেল বাবার চরিত্রে দেখা যাবে তাকে। যেখানে তুলে ধরা হয়েছে একজন বাবা ও মেয়ের মিষ্টি সম্পর্ক। গল্পে একজন বাবা তার মেয়ের স্বপ্ন পূরণের জন্য সার্বক্ষণিক চেষ্টা করে যায়।

২০০৭ সালে ভালোবেসে ঘর বেঁধেছিলেন ঐশ্বরিয়া রায় ও অভিষেক বচ্চন। আরাধ্য নামের এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন এই দম্পতি। রেমো ডি’সুজা নির্মিত ‘বি হ্যাপি’ সিনেমার প্রচারে একজন বাবা হিসেবে নিজের অভিভাবকত্বের অভিজ্ঞতা শেয়ার করেন এই তারকা।

এক সাক্ষাৎকারে অভিষেক বলেন, ‘আমার মনে হয় না যে একজন পিতা কখনোই মায়ের জায়গা নিতে পারেন। মায়ের বিকল্প কেউ হয় না, কিন্তু এর মানে এই নয় যে পিতা তার সন্তানদের জন্য কম স্বার্থত্যাগ করেন। এই সিনেমার মাধ্যমে আমরা এটাই দেখাতে চেয়েছি, যে একজন পিতা তার সন্তানকে আগলে রাখেন, বিশেষ করে মায়ের অনুপস্থিতিতে।

এই তারকা আরো বলেন, ‘সন্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হওয়া উচিত। কিন্তু বাবা-মা সন্তানের বন্ধু হতে পারবেন না। আপনি তাদের বাবা-মা। আপনি তাদের লালনপালন, সুরক্ষা এবং তাদের পথ দেখাবেন। আপনাকে যথেষ্ট বন্ধুত্বপূর্ণ হতে হবে, যাতে তারা আপনার ওপর আস্থা রাখতে স্বাচ্ছন্দ্যবোধ করে। আপনি প্রথম ব্যক্তি যাকে তারা ফোন করার কথা ভাববে, দিন শেষে আপনিই তাদের বাবা-মা’।

‘বি হ্যাপি’ সিনেমাটি চলতি বছর ১৪ মার্চ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে। সিনেমায় অভিষেক বচ্চনের পাশাপাশি বিশেষ চরিত্রে দেখা যাবে নোরা ফতেহীকেও। এ ছাড়াও নাসির, ইনায়াত বর্মা, জনি লিভার এবং হারলিন শেট্টির মতো অভিনেতারাও রয়েছেন এই সিনেমায়।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত