Homeবিনোদন‘বাউলা বাতাসে’ ফিরছেন রেজা করিম

‘বাউলা বাতাসে’ ফিরছেন রেজা করিম


‘পাখি’ শিরোনামে অনবদ্য গানটির পর প্রায় ৫ বছরের দীর্ঘ বিরতি। মৌলিক গান নিয়ে এই সময়টিতে দেখা মেলেনি তাঁর। তবে নিজেকে আরও শাণিয়ে এবার গানের জগতে আনুষ্ঠানিকভাবে ফিরছেন সংগীত শিল্পী ও সাংবাদিক রেজা করিম। নিজের লেখা, সুর, কণ্ঠে গাওয়া গান ‘বাউলা বাতাসে’।

নতুন মৌলিক গান ‘বাউলা বাতাসে’ প্রকাশিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল ফিতরে। গানটি সংগীতপ্রেমীদের কাছে নতুন এক অনুভূতির মাত্রা যোগ করবে বলে প্রত্যাশা শিল্পী ও কলাকুশলীদের। গানটি ‘ওভারডোজ’ এবং রেজা করিমের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।

প্রেম-বিরহের নিরন্তর অনুভূতিকে উপজীব্য করে রচিত হয়েছে গান ‘বাউলা বাতাসে’। গানটির কথা লেখার পাশাপাশি তাতে সুর ও কণ্ঠ দিয়েছেন শিল্পী নিজেই। গানটির সংগীতায়োজনে ছিলেন-নাদিম ও জুয়েল মাহমুদ।

গানটি প্রসঙ্গে শিল্পী রেজা করিম বলেন, ‘বাউলা বাতাসের মধ্য দিয়ে দীর্ঘ পাঁচ বছর পর আমার নতুন কোনো গান প্রকাশ হতে যাচ্ছে, এটা নিঃসন্দেহে অত্যন্ত আনন্দের। আমরা যারা গানটি তৈরির পেছনে ছিলাম, সবাই খুব আন্তরিকতা দিয়ে ভালো একটা কিছু করবার চেষ্টা করেছি। গানটি শ্রোতারা উপভোগ করবেন-এমনটাই প্রত্যাশা করছি।’

গানটির সংগীতায়োজনের কাজ নিয়ে নাদিম বলেন, ‘আমি খুবই খুশি যে-এই কাজের অংশ হতে পেরেছি। আমার এবং জুয়েল মাহমুদের সংগীতায়োজনে গানটি সত্যিই বিশেষ কিছু হয়ে উঠেছে। আমি নিশ্চিত, গানটি একবার শোনা হলে বারবার শোনার ইচ্ছা তৈরি হবে। ধন্যবাদ রেজা করিম ভাইকে, এত সুন্দর একটি গান আমাদের উপহার দেওয়ার জন্য।’

সংগীতপ্রেমীদের জন্য এটি এক নতুন চমক, যেটি বাংলা গানের সমৃদ্ধিতে নতুন মাত্রা যোগ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত