Homeবিনোদনবাংলাদেশ নয়, বিশ্বের সঙ্গে প্রতিযোগিতা করতে চাই: ফারিয়া

বাংলাদেশ নয়, বিশ্বের সঙ্গে প্রতিযোগিতা করতে চাই: ফারিয়া


২০১৮ সালের এপ্রিলে একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া মাজহারের কণ্ঠে ‘পটাকা’ শিরোনামের গানটি। প্রকাশের পরপরই গানটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে এই গান এবং নিজের সংগীত ক্যারিয়ার নিয়ে খোলামেলা আলোচনা করেন নুসরাত ফারিয়া। সেখানে তিনি জানান, ‘পটাকা’ গানটি করার পেছনে মূল অনুপ্রেরণা ছিলেন সংগীতশিল্পী প্রিতম হাসান। তিনি বলেন, ‘প্রিতমের কারণেই মূলত গানটি করা। শুরুতে ভাবছিলাম, দেশের শ্রোতারা কীভাবে এটি গ্রহণ করবেন, তবে প্রিতমের উৎসাহেই আমরা গানটি শেষ করি।’

গানটি প্রকাশের পর নানা ধরনের মতামত ও সমালোচনা আসে। এ প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, ‘ইউটিউবে আমার গানটির পরেই থাকে অনান্ন বলিউডের হিট গানগুলো। আমি প্রতিযোগিতা করি সেই দর্শকদের সঙ্গে, যারা বলিউডের গান নিয়মিত শোনেন। ধরুন, আমার গানটির পরই দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া কিংবা কৃতি স্যাননের গান দেখানো হচ্ছে—তাহলে কেউ কি সেটি বন্ধ করতে পারবে? না, পারবে না।’

নুসরাত আরও বলেন, ‘আমি শুধু বাংলাদেশ বা ভারতীয় সংগীত ইন্ডাস্ট্রির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করি না, বরং এটি বৈশ্বিক প্রতিযোগিতা। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমি আন্তর্জাতিকভাবে নিজেকে কতটা তুলে ধরতে পারছি।’

অভিনেত্রী আরও বলেন, ‘গানটি করার সময় আমি দ্বিধায় ছিলাম, শ্রোতারা কীভাবে নেবে! তখন প্রিতম বলল, ‘আপু, এটি করুন।’ এরপর আমি গানটি গাওয়ার সিদ্ধান্ত নিই।’

ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে নুসরাত ফারিয়া অভিনীত ‘জ্বীন-৩’ সিনেমা। ইতোমধ্যে সিনেমাটির ‘কন্যা’ ও ‘ব্যবধান’ শিরোনামে গান প্রকাশিত হয়েছে। যা দর্শক-শ্রোতা থেকে শোবিজ তারকাসহ সর্বত্র ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত