Homeবিনোদনবলিউডের সেলিম মার্চেন্টের সঙ্গে সিঁথির গান

বলিউডের সেলিম মার্চেন্টের সঙ্গে সিঁথির গান


Ajker Patrika

বলিউডের সেলিম মার্চেন্টের সঙ্গে সিঁথির গান

বিনোদন প্রতিবেদক, ঢাকা

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৭: ৫৬

Photo

বৃষ্টি বিলাস গানের পোস্টারে সিঁথি সাহা ও সেলিম মার্চেন্ট; ছবি: সংগৃহীত

বলিউডের সংগীতশিল্পী ও সুরকার সেলিম মার্চেন্টের সঙ্গে গাইলেন বাংলাদেশের সিঁথি সাহা। এই প্রথম কোনো বাংলা গানে কণ্ঠ দিলেন সেলিম। বিষয়টি নিশ্চিত করে সিঁথি সাহা ফেসবুকে লেখেন, ‘এই ভ্যালেন্টাইনে আসছে আমার গান “বৃষ্টি বিলাস”। আমার সঙ্গে প্রথমবারের মতো বাংলা গান গাইলেন উপমহাদেশের অন্যতম সেরা সুরস্রস্টা সেলিম মার্চেন্ট।’ সোমেশ্বর অলির লেখা গানটির সংগীত আয়োজন করেছেন সাজিদ সরকার। সিঁথি সাহার ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে বৃষ্টি বিলাস।

এ বিষয়ে গণমাধ্যমকে সিঁথি জানান, গত বছর সোমেশ্বর অলির লেখা ও সাজিদ সরকারের সুর-সংগীতায়োজনে বৃষ্টি বিলাস গানটি তৈরি করেছিলেন। তখনই তাঁর মনে হয়েছিল, এটি দ্বৈতকণ্ঠের গান হতে পারে। সেই ভাবনা থেকে সেলিম মার্চেন্টকে গানটি শুনিয়েছিলেন সিঁথি। গানটি শুনে পছন্দ করেন সেলিম। সিঁথির সঙ্গে গানটি গাওয়ার প্রস্তাবেও সম্মতি জানান।

নিজের অনুভূতি জানিয়ে সিঁথি বলেন, ‘এটি আমার জন্য অন্যরকম ভালো লাগার যে সেলিম মার্চেন্টের মতো নন্দিত সংগীতজ্ঞকে দ্বৈত গানের শিল্পী হিসেবে পেয়েছি। সেলিমের কণ্ঠ ও গায়কী নিয়ে নতুন করে বলার কিছু নেই। এটুকু বলতে পারি, সেলিমকে সহশিল্পী হিসেবে পাওয়ায় গানটি নতুন এক মাত্রা পেয়েছে। রোমান্টিক ঘরানার গানটি ভালোবাসা দিবস উপলক্ষে শিগগির আমার ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।’

জানা গেছে, সেলিম মার্চেন্টের সঙ্গে একটি হিন্দি গান গাওয়ার পরিকল্পনাও করছেন সিঁথি।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত