Homeবিনোদনবড় আয়োজনে শুটিং শুরু | কালবেলা

বড় আয়োজনে শুটিং শুরু | কালবেলা


নির্মাতা কাজল আরেফিন অমির অন্যতম জনপ্রিয় সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’। এর চারটি সিজন এরই মধ্যে দর্শকপ্রিয়তা পেয়েছে। এবার আসছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’। যার শুটিং শুরু হয়ে গেছে ঈদের আগেই।

নাটকটি নিয়ে দর্শকের চাহিদা সবসময়ই ছিল তুঙ্গে। তাই নতুন এই সিজন নিয়ে অমিও করেছেন বড় ধরনের পরিকল্পনা। রাজধানীর নিকেতনে দুই বছরের জন্য ভাড়া নিয়েছেন শুটিং স্পেসও। সেখানেই ঈদের আগে তিন দিন নাটকটির শুটিং হয়েছে। এরপর ঈদের ছুটি শেষে এপ্রিলের ১০ তারিখ থেকে টানা ১০ দিন চলবে শুটিং। তারপর আবার বিরতি নিয়ে করবেন ঈদুল আজহার কাজ।

অমির সূত্র থেকে জানা যায়, এবারের নাটকের মিউজিক ভিডিওর শুটিং আগে করা হবে। এরপর প্রতি মাসেই ১০ দিন করে চলবে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর শুটিং। তবে কতদিন এই শুটিং চলবে তা নিশ্চিত হওয়া যায়নি। আর নাটকটি ঈদুল আজহার পর থেকে প্রচার প্রস্তুতি চলছে।

এবারের সিজনে অমি বেশ কিছু চরিত্রে চমক রাখবেন বলেও জানা গেছে। যার কারণে নতুন কিছু চরিত্রও দেখা যাবে নাটকটিতে।

অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিয়ালটি ২০১৭ সালে শুরু হয়। এরপর এই ধারাবাহিক একে একে ৪টি সিজন নিয়ে আসেন তিনি। যার প্রতিটি সিজনেই দর্শকমহলে দারুণ সাড়া ফেলে। সবশেষ ২০২২ সালের ২৪ ডিসেম্বর ১১৬তম পর্ব প্রচারের মধ্য দিয়ে শেষ হয় ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৪। এবারও ১০০শর ওপর পর্ব করার পরিকল্পনা রয়েছে তার।

নাটকের পাশা, হাবু, শুভ, কাবিলা, রিয়া, নাবিলা, সিরিন, শিমুল, বোরহান, জাকির, অন্তরা চরিত্রগুলো দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়।

এসব চরিত্রে অভিনয় করছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, সাবিলা নূর, সানজানা সরকার, ফারিয়া শাহরিন, সুমন পাটোয়ারি, শরাফ আহমেদ জীবন, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, পাভেল, শিমুল, পারসা ইভানা, আশুতোষ সুজন প্রমুখ।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত