Homeবিনোদনবছরের শুরুতে দলছুটের সলো কনসার্ট

বছরের শুরুতে দলছুটের সলো কনসার্ট


ব্যান্ড দলছুট। এ দেশের তরুণদের বড় একটি অংশ তাদের গানের নিয়মিত শ্রোতা। যাদের জন্য দলটি নিয়মিত নতুন গান ও স্টেজ শো করে থাকে। সেই ধারাবাহিকতায় বছরের প্রথম সপ্তাহেই নিজেদের সলো কনসার্ট করবে বাপ্পা-ডানো শেখরা। এই সলো কনসার্টের মধ্য দিয়ে ২০২৫ সাল শুরু করবে দলছুট। এ নিয়ে বাপ্পা মজুমদার জানান, নিজেদের শ্রোতাদের জন্য বছরটি খুব সুন্দরভাবে শুরু করতে যাচ্ছে দলছুট। সলো কনসার্টে গান করা তাদের জন্য সবসময়ই আনন্দের। সেই জায়গা থেকে জানুয়ারির ৩ তারিখের জন্য প্রস্তুত হচ্ছে তারা। কারণ এদিন শুধু দলছুট ভক্তরাই গান শুনতে আসবে। তাদের নিজেদের জনপ্রিয় গানগুলো পরিবেশন করা হবে।

দলছুটের সলো এই কনসার্টটি আয়োজন করেছে ইয়ামাহা অন ট্রু সাউন্ড। এটি অনুষ্ঠিত হবে ইয়ামাহা ফ্ল্যাগশিপ সেন্টারে।

কনসার্টে প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ২০০০ হাজার টাকা। এদিকে একযুগ পর এ বছর প্রকাশ পায় ‘সঞ্জীব’ শিরোনামে নতুন অ্যালবাম। এটি ব্যান্ডের প্রাক্তন সদস্য সঞ্জীব চৌধুরীকে উৎসর্গ করা হয়।

দলছুট ব্যান্ডের বর্তমান লাইনআপ: বাপ্পা মজুমদার (ভোকাল), মাসুম ওয়াহিদুর রহমান (গিটার), জন শার্টন (বেজ গিটার), ডানো শেখ (ড্রামস), সোহেল আজিজ (কি-বোর্ড), শাহান কবন্ধ (ব্যান্ড ম্যানেজার)।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত