Homeবিনোদন‘ফ্যামিলি ম্যান ৩’ নিয়ে আসছেন মনোজ

‘ফ্যামিলি ম্যান ৩’ নিয়ে আসছেন মনোজ


ভারতীয় অন্যতম জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’। প্রথম দুই সিজনে তুমুল দর্শক জনপ্রিয়তা পায় এই ওয়েব সিরিজটি, তবে এবার মুক্তি পেতে যাচ্ছে সিজন ৩। সিরিজটির অভিনেতা মনোজ বাজপেয়ী তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রাম স্টোরিতে এ বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে তৃতীয় সিজনের শুটিং আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে—এ সংবাদ শুনে দর্শকমহলে সৃষ্টি হয়েছে উত্তেজনা।

মনোজ তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ড্যাম্ব স্লেটের ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, শুটিং শেষ! ফ্যামিলি ম্যান ৩! আর একটু অপেক্ষা। রাজ নিদিমোরু এবং কৃষ্ণা ডি কের পরিচালনায় প্রাইম ভিডিওর অ্যাকশন-প্যাকড থ্রিলার সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিজন ৩ তার মূল কাস্টসহ ফিরে আসছে, যেখানে অভিনয় করছেন মনোজ বাজপেয়ী, প্রিয়ামনি, শরিব হাশমি, আশলেশা ঠাকুর ও বেদান্ত সিনহা। সুমন কুমার, রাজ এবং ডি কের লেখা চিত্রনাট্যে তৃতীয় সিজনে মনোজ বাজপেয়ী তার আইকনিক চরিত্র শ্রীকান্ত তিওয়ারি হিসেবে ফিরে আসবেন। এ সিজনে শ্রীকান্ত একটি দ্বৈত চ্যালেঞ্জের সম্মুখীন হতে চলেছে। দেশের জাতীয় নিরাপত্তার জন্য একটি গুরুত্বপূর্ণ হুমকি মোকাবিলা করার পাশাপাশি পারিবারিক জীবনের জটিলতা এবং তার স্ত্রী সুচিত্রার (প্রিয়ামনি অভিনীত) সঙ্গে সম্পর্ক ঠিক করার চেষ্টা করতে দেখা যাবে শ্রীকান্তকে। ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজের প্রথম সিজন ২০১৯ সালের শেষের দিকে প্রাইম ভিডিওতে মুক্তি পায় এবং দর্শকমহলে ব্যাপক প্রশংসা অর্জন করে। সামান্থা রুথ প্রভু অভিনীত দ্বিতীয় সিজনটি মুক্তি পায় ২০২১ সালে এবং এটি একইভাবে প্রশংসিত হয়। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে মনোজ ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর তৃতীয় সিজনের অগ্রগতি নিয়ে বলেন, ওয়েব সিরিজের পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে, যা একটি দীর্ঘ প্রক্রিয়া। এটি শেষ হতে সাধারণত ৯ থেকে ১২ মাস সময় নেয়। এ সময়ে ডাবিং, সাবটাইটেল যোগ করা, সম্পাদনা এবং বৈশ্বিক বিপণন কৌশল তৈরি করা হয়।

তবে সিরিজটি ২০২৫ সালের দীপাবলি নাগাদ মুক্তি পেতে পারে, কারণ পোস্ট-প্রোডাকশনের ব্যাপক কাজ আগামী বছর জুড়ে চলতে থাকবে।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত