Homeবিনোদনফের মুক্তি সালমান শাহর জীবন সংসার

ফের মুক্তি সালমান শাহর জীবন সংসার


বাংলাদেশের চলচ্চিত্র জগতের ক্ষণজন্মা এক নক্ষত্রের নাম সালমান শাহ। নব্বই দশকের ঢাকাই সিনেমার তুমুল জনপ্রিয় নায়ক তিনি। হাতে গোনা কয়েকটি সিনেমা দিয়েই তিনি বুঝিয়ে দিয়েছিলেন জনপ্রিয়তা কাকে বলে। খুবই অল্পসময়ে দর্শকের হৃদয় জয় করা স্বপ্নের এই নায়ক সে সময়ে তার অভিনয়, স্টাইল আর ফ্যাশন সেন্স দিয়ে মুগ্ধ করে রেখেছিলেন সবাইকে। তাইতো তার চলে যাওয়ার ত্রিশ বছরের কাছাকাছি হলেও এখনো একটুও কমেনি তার রেখে যাওয়া জনপ্রিয়তা। যার কারণে দেশের প্রেক্ষাগৃহে এই নায়কের কালজয়ী সিনেমাগুলো এখনো দর্শকের জন্য ফের মুক্তি দিচ্ছেন হল মালিকরা।

গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর বিজিবি সিনেমা হলে সালমান শাহর ‘জীবন সংসার’ সিনেমাটি ফের মুক্তি দেওয়া হয়েছে। তবে আগের মতো দর্শক আসছে না সিনেমা হলে। এ নিয়ে সিনেমা হলটির দায়িত্বরত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন কালবেলাকে বলেন, ‘হলে আগের মতো দর্শক এখন আর আসেন না। সেটি নতুন সিনেমা চলুক আর পুরোনো সিনেমাই চলুক। দর্শক এখন আর আগের মতো সিনেমা দেখেন না। এর পরও আমাদের তো হল চালু রাখতে হয়। এ সপ্তাহে সালমান শাহর কালজয়ী সিনেমা ‘জীবন সংসার’ চলছে। দর্শক নেই। মাঝেমধ্যে দু-একজন আসেন।’ ‘জীবন সংসার’ সিনেমাটি নির্মাতা জাকির হোসেন রাজু রচিত ও পরিচালিত ১৯৯৬ সালের বাংলাদেশি প্রণয়ধর্মী চলচ্চিত্র। এটি রাজু পরিচালিত প্রথম চলচ্চিত্র। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন সালমান শাহ, শাবনূর, ফারুক, ববিতা ও গোলাম মুস্তাফা। চলচ্চিত্রটি ১৯৯৬ সালের ১৮ অক্টোবর বাংলাদেশে মুক্তি পায় এবং সে সময় ব্যবসা সফল হয়। এতদিন পর সিনেমাটির এবং ফের মুক্তির কথা শুনে নির্মাতাও আনন্দিত। তিনি মনে করেন, এমন সব সিনেমার জন্যই দেশের ইন্ডাস্ট্রি এখনো টিকে আছে। ভালো সিনেমা হলে দর্শক এখনো হলে যাবেন বলেও মনে করেন এই নির্মাতা।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত