চলতি বছরে ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রি দর্শকদের জন্য নিয়ে আসছে নানা ধরনের চমকপ্রদ চলচ্চিত্র। বলিউড থেকে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি সবখানেই ফেব্রুয়ারি মাস জুড়ে মুক্তি পেতে চলেছে আলোচিত সব সিনেমা। একাধিক বড় বাজেটের ছবি, জনপ্রিয় তারকার উপস্থিতি এবং ভিন্নধর্মী গল্পের সিনেমাগুলো নিয়ে এরই মধ্যে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা। কালবেলার আজকের আয়োজনে থাকছে ফেব্রুয়ারিতে মুক্তি পেতে চলা ৫টি প্রতীক্ষিত সিনেমার গল্প। লিখেছেন, তামজিদ হোসেন
ছাওয়া
লক্ষ্মণ উতেকরের পরিচালনায় নির্মিত সিনেমা ‘ছাওয়া’। শিবাজি সায়ন্তের লেখা একই নামের উপন্যাসের ওপর ভিত্তি করে নির্মিত এ সিনেমা। এতে সাম্বাজি মহারাজের জীবন সংগ্রামের নানা দিক তুলে ধরা হয়েছে, বিশেষ করে তার বাবার মৃত্যু-পরবর্তী ঘটনাগুলো। এ চলচ্চিত্রটিতে মারাঠা রাজা ছত্রপতি সাম্বাজি মহারাজের চরিত্রে অভিনয় করছেন ভিকি কুশল এবং বিপরীতে মহারানি ইয়েসুবাই চরিত্রে দেখা যাবে রাশমিকা মান্দানাকে। এ ছাড়া পাশাপাশি আরও অভিনয় করেছেন অক্ষয় খান্না, বিনীত কুমার সিংসহ অনেকে। সিনেমাটি মুক্তি পাবে ১৪ ফেব্রুয়ারি।
থান্ডেল
ফেব্রুয়ারির ৭ তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে চান্দু মন্ডেটির পরিচালনায় নির্মিত সিনেমা ‘থান্ডেল’। চলচ্চিত্রটি ভারতের শ্রীকাকুলামের জেলেদের বাস্তব জীবনের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে নির্মিত।
এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাগা চৈতন্য ও সাই পল্লবী। এ ছাড়া আরও অভিনয় করেছেন সন্দীপ বেদ, কিশোর রাজু বশিষ্ঠ ও শিবা আলাপতিসহ অনেকে।
বিদামুয়ার্চি
তামিল সিনেপ্রেমীদের কাছে তৃষা কৃষ্ণনান ও অজিথ কুমার অন্যতম পছন্দের জুটি। তাদের সবশেষ দেখা যায় ‘মানকথা’ ও ‘ইয়েনাই অরিন্ধাল’ সিনেমায়। তবে ১০ বছর পর ‘বিদামুয়ার্চি’ সিনেমায় আবারও একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন তৃষা ও অজিথ কুমার। মাগিজ থিরুমেনি পরিচালিত এ চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ফেব্রুয়ারির ৬ তারিখ। জানা যায়, এ সিনেমায় বিশেষ এক চরিত্রে অভিনয় করছেন সঞ্জয় দত্ত। তবে এ বিষয়ে কোনো কিছু এখনো নিশ্চিত করেননি নির্মাতা।
লাভেয়াপা
৭ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে আমিরপুত্র জুনায়েদ খান অভিনীত সিনেমা ‘লাভেয়াপা’। এটি পরিচালনা করেছেন অদ্বৈত চন্দন। এ সিনেমায় জুনায়েদের বিপরীতে অভিনয় করেছেন শ্রীদেবীকন্যা খুশি কাপুর। রোমান্টিক কমেডি ঘরানার এ চলচ্চিত্রের গল্পের প্লট গড়ে উঠেছে নায়ক-নায়িকার মোবাইল অদলবদল হওয়ার মতো একটি রোমাঞ্চকর বিষয় নিয়ে। এ সিনেমায় জুনায়েদ-খুশির পাশাপাশি অভিনয় করেছেন আশুতোষ রানা, যোগী বাবু, রাধিকা শরৎকুমারসহ আরও অনেকে।
ব্যাডঅ্যাস রবিকুমার
কিথ গোমসের পরিচালনায় নির্মিত এ সিনেমাটি বলিউডের সোনালি যুগের স্মৃতিচারণা ও আশির দশকের উজ্জ্বল আবহে তৈরি একটি অ্যাকশন, ড্রামা ও সংগীতময় চলচ্চিত্র।
রেট্রো বিট ও সাহসী সংলাপের সঙ্গে প্রকাশিত ট্রেলার এরই মধ্যে দারুণ সাড়া ফেলেছে দর্শকমহলে। এতে অভিনয় করেছেন হিমেশ রেশমিয়া, সানি লিওন, কীর্তি কুলহারি, প্রভু দেবাসহ আরও অনেকে। সিনেমাটি ৭ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।