Homeবিনোদনপ্রেক্ষাগৃহে ইসাবেলের ‘সুস্বাগতম খুশামদিদ’

প্রেক্ষাগৃহে ইসাবেলের ‘সুস্বাগতম খুশামদিদ’



অনেক অপেক্ষা ও জল্পনা-কল্পনার পর অবশেষে মুক্তি পেতে চলেছে ইসাবেল কাইফ ও পুলকিত সম্রাট অভিনীত রোমান্টিক-কমেডি-ড্রামা সিনেমা ‘সুস্বাগতম খুশামদিদ’। নানা জটিলতার কারণে গত বছর নির্ধারিত তারিখে মুক্তি না পেলেও, এবার সিনেমাটি মুক্তি পাবে চলতি বছরের ১৬ মে।

সম্প্রতি প্রকাশিত সিনেমার ট্রেলার এরই মধ্যে দর্শকদের মধ্যে বেশ আলোচনার ঝড় তুলেছে। সিনেমাটিতে পুলকিত সম্রাটের সঙ্গে নবাগত ইসাবেল কাইফের জুটি দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা আনতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সিনেমাটি মূলত ভালোবাসা, ঐক্য এবং গ্রহণযোগ্যতার একটি আবেগঘন বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই নির্মিত হয়েছে। গল্পে উঠে আসবে একটি অনন্য আন্তঃসাংস্কৃতিক প্রেমের কাহিনি, যা বিভক্ত সমাজে ঐক্যের শক্তিকে তুলে ধরবে। অভিনেত্রী ইসাবেল কাইফ এ বিষয়ে বলেন, ‘এ ছবির অংশ হতে পারা অসাধারণ অভিজ্ঞতা ছিল। পুলকিত এবং পরিচালক ধীরাজের সঙ্গে কাজ করে দারুণ সময় কেটেছে। আমি আশা করি দর্শকরা ছবিটি পছন্দ করবেন।’ অন্যদিকে, অভিনেতা পুলকিত সম্রাট বলেন, ‘ভালো গল্প এবং শক্তিশালী টিমের অংশ হতে পেরে আমি সত্যিই খুশি। এত বাধা ও তারিখ পরিবর্তনের পর অবশেষে সেই ছবি মুক্তি পেতে চলেছে, যা আমরা অনেক ভালোবাসা দিয়ে তৈরি করেছি। দর্শকদের জন্য এটি সত্যিই বিশেষ কিছু হবে বলে আমি মনে করি।’

ধীরাজ কুমারের পরিচালনায় নির্মিত এ সিনেমায় ইসাবেল ও পুলকিতের পাশাপাশি অভিনয় করেছেন অরুণ বালি, মেঘনা মালিকসহ আরও অনেকে। সিনেমাটি মুক্তি পাবে রিলায়েন্স এন্টারটেইনমেন্টের ব্যানারে।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত