Homeবিনোদনপ্রিন্স অব কলকাতার চরিত্রে রাজকুমার

প্রিন্স অব কলকাতার চরিত্রে রাজকুমার


ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। যাকে ‘প্রিন্স অব কলকাতা’ নামে চিনে ক্রিকেট খেলার অনুসারীরা। তিনি ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে এবং ২০১২ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। এরপর নানা পেশায় ব্যস্ত এই ক্রিকেটারারে জীবনীনির্ভর সিনেমা নির্মাণের কথা শোনা যায়। তাপরই প্রশ্ন ওঠে প্রিন্স অব কলকাতার চরিত্রে কে অভিনয় করবেন। এবার জানা গেল সৌরভ গাঙ্গুলীর চরিত্রে রাজকুমার রাও অভিনয় করবেন। খবর : টাইমস নাউ

সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় সৌরভ এ কথা জানান। তিনি বলেন, ‘আমার বায়োপিক আসছে, যা অনেক আগেই সবাই জেনে গেছে। তবে এরপর অনেকেরই প্রশ্ন জেগেছে আমার চরিত্রে কে অভিনয় করবে। মাঝে আমার চরিত্রের জন্য রণবীর কাপুর, রণভীর সিং থেকে শুরু করে আয়ুষ্মান খুরানার নাম আসে। তবে আমি যা শুনেছি, তাতে রাজকুমার রাও এই চরিত্রে (প্রধান চরিত্রে) অভিনয় করবেন।’ এ সময় সিনেমাটি নিয়ে আরও কথা বলেন ভারতীয় দলের সাবেক এই অধিনায়ক।

গাঙ্গুলী ভারতের হয়ে ১১৩টি টেস্ট এবং ৩১১টি ওয়ানডে খেলেছেন। বাঁহাতি এই ব্যাটসম্যান খেলেছেন আইপিএলও। প্রথমে শাহরুখ খানের কলকাতা দলে থাকলেও পরে নাম লেখান পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়াতে। সিনেমাটিতে তার খেলোয়াড়ি জীবন ও ব্যক্তি জীবন তুলে ধরা হবে। নাম ঠিক না হওয়া এই বায়োপিক পরিচালনা করবেন বিক্রমাদিত্য মোতওয়ানে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত