Homeবিনোদনপ্রতারণা মামলায় সোনু সুদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রতারণা মামলায় সোনু সুদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা


বলিউড অভিনেতা সোনু সুদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ভারতের একটি আদালত। একটি প্রতারণা মামলাকে ঘিরে এই গ্রেপ্তারি পরোয়ানা। কিন্তু এই মামলায় সোনু প্রতারক কিংবা প্রতারিত কোনোটিই নন, সাক্ষী। মামলায় এক নম্বর সাক্ষী হিসেবে সাক্ষ্যগ্রহণের জন্য আদালত কয়েকবার তাকে তলব করেছিল। একবারও হাজির না হওয়ায় এবার তাঁর বিরুদ্ধে এই হুলিয়া।

ভারতের লুধিয়ানা আদালত সোনু সুদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। এই আদেশ দিয়েছেন আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রমনপ্রীত কৌর।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, লুধিয়ানার আইনজীবী রাজেশ খান্না একটি ফৌজদারি মামলা দায়ের করেছেন মোহিত শুক্লা নামে এক ব্যক্তির বিরুদ্ধে। আইনজীবীর অভিযোগ, মোহিত শুক্লা তাঁকে ‘রিজিকা কয়েন’ নামে একটি ভুয়া বিনিয়োগ প্রকল্পে ১০ লাখ টাকা বিনিয়োগ করতে প্রলুব্ধ করেন।

পরে সেই ১০ লাখ টাকা জালিয়াতির মামলা দায়ের করেন ওই আইনজীবী। আইনজীবী রাজেশ খান্নার পক্ষে এই মামলায় সোনু সুদকে একজন সাক্ষী হিসেবে হাজিরা দেওয়ার জন্য তলব করেন আদালত। তবে একাধিকবার তলব সত্ত্বেও সোনু হাজিরা না দেওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারের পরোয়ানা জারি হয়েছে।

সোনুর বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানায় বলা হয়েছে, ‘সোনু সুদ, যাঁর ঠিকানা ৬০৫ / ৬০৬, কাসাব্লাংকা অ্যাপার্টমেন্ট, তাঁকে যথাযথভাবে সমন পাঠানো হয়েছিল, কিন্তু তিনি আদালতে হাজির হননি এবং আইনিভাবে তলব এড়ানোর চেষ্টা করেছেন। তাই তাঁকে গ্রেপ্তার করে আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হলো।’

ওই পরোয়ানা মুম্বাইয়ের আন্ধেরি পশ্চিমের ওশিওয়ারা থানায় পাঠানো হয়েছে। মামলার পরবর্তী শুনানি ১০ ফেব্রুয়ারি। এই বিষয়ে এখনো পর্যন্ত সোনু সুদ বা তাঁর পক্ষ থেকে কোনো বিবৃতি বা প্রতিক্রিয়া জানানো হয়নি।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত