Homeবিনোদনপ্রচারণায় এগিয়ে তমা | কালবেলা

প্রচারণায় এগিয়ে তমা | কালবেলা


এবারের ঈদে মুক্তির তালিকায় রয়েছে চিত্রনায়িকা তমা মির্জার ‘দাগি’ সিনেমা। যার পোস্টার, গান ও ট্রেলার এরই মধ্যে দর্শকের নজর করেছে। জন্ম দিয়েছে আলোচনার। শিহাব শাহীনের পরিচালনায় সিনেমাটিতে তমার বিপরীতে অভিনয় করেছেন আফরান নিশো এবং একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। এটি নিশোর সঙ্গে তমার দ্বিতীয় সিনেমা, যা নিয়ে ব্যস্ততা যাচ্ছে এই নায়িকার।



আফরান নিশো ও তমা মির্জা। ছবি: সংগৃহীত

সিনেমাটির প্রচারণায় অনলাইন ও অফলাইনে ব্যস্ত সময় যাচ্ছে তমার, যা নিয়ে এই নায়িকা বলেন, ‘এবারের ঈদে আমার অভিনীত ‘দাগি’ সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। যার প্রচারণায় আমরা পুরো টিম এক হয়ে কাজ করছি। বিভিন্ন ইভেন্টে গণমাধ্যমের সঙ্গে কথা বলছি, ভালো লাগছে। বিষয়টি আমি উপভোগ করছি। কারণ একটি সিনেমায় যুক্ত হওয়ার পর একজন আর্টিস্টের অনেক দায়িত্ব থাকে। শুধু অভিনয় করাই শেষ কথা নয়। সেই জায়গা থেকেই আমিসহ গোটা টিমের প্রচারণায় এমন ব্যস্ততা। এ ছাড়া আমরা ঈদের একদম শেষ ভাগে। বলতে গেলে আর কয়েক ঘণ্টা পরই সিনেমাটি মুক্তি পাবে। তাই আমি খুবই উত্তেজিত।’

তমা মির্জা। ছবি: সংগৃহীত

এ সময় তমা দাগি সিনেমা দেখতে সিনেমা হলে যাওয়ার ইচ্ছার কথাও জানান। তিনি মনে করেন হলে হলে গিয়ে কাছ থেকে দর্শকের অনুভূতি জানার যে আনন্দ, তা আর কোনো কিছুতেই নেই। তাই ঈদের দিন থেকেই তিনি শহরের বিভিন্ন সিনেমা হল ও সিনেপ্লেক্স ভিজিট করবেন। এবারের ঈদে মুক্তির তালিকায় থাকা অন্য সব সিনেমার নায়িকাদের থেকে তমাকেই সবচেয়ে বেশি ব্যস্ত দেখা গেছে।

এদিকে মুক্তির তালিকায় থাকা সবচেয়ে আলোচিত সিনেমা ‘বরবাদ’। যেখানে ঢালিউড তারকা শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার নায়িকা ইধিকা পাল। প্রচারণায় তিনি একদম নেই বললেই চলে। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি-দুটি পোস্ট ছাড়া বরবাদ নিয়ে তার চোখে পড়ার মতো তেমন কিছু লক্ষ করা যায়নি।

বরবাদ সিনেমায় শাকিব খানের সঙ্গে ইধিকা পাল। ছবি : সংগৃহীত

এবারের ঈদে মুক্তির তালিকায় থাকা আরও একটি দর্শক প্রত্যাশী সিনেমা হচ্ছে ‘জংলি’। এম রাহিমের পরিচালনায় সিনেমাটিতে সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। নিজের সিনেমা নিয়ে সিয়ামকে নিয়মিত দেখা গেলেও বুবলীকে সেভাবে দেখা যায়নি। এ ছাড়া অন্তরাত্মা সিনেমার নায়িকা দর্শনা বণিক রয়েছেন কলকাতায়। তিনিও নেই সেভাবে প্রচারণায়।


‘জ্বীন ৩’ সিনেমার কন্যা গানে নুসরাত ফারিয়া ও আবদুন নূর সজল। ছবি: সংগৃহীত

এবারের ঈদে মুক্তির তালিকায় থাকা ‘জ্বীন ৩’ সিনেমা গান দিয়ে এরই মধ্যে আলোচনায় রয়েছে। ভৌতিক ঘরানার এই সিনেমায় অভিনয় করেছেন নুসরাত ফারিয়া ও আবদুন নূর সজল। প্রচারণায় তাদের দলগতভাবে নিয়মিতই দেখা গেছে। সিনেমার ‘কন্যা’ গানটিতে ফারিয়ার পারফরম্যান্স দারুণ প্রশংসা কুড়াচ্ছে। এটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত