Homeবিনোদনপূজার হাতে এক হালি | কালবেলা

পূজার হাতে এক হালি | কালবেলা


বলিউড অভিনেত্রী ও মডেল পূজা হেগড়ে। মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০১০ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়েছিলেন তিনি। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। কাজ করেছেন বলিউড ও দক্ষিণের বাঘা বাঘা সব তারকার সঙ্গে। তবে ২০২৪ সালটি একেবারই ভালো যাচ্ছে না তার। মুক্তি পায়নি একটি সিনেমাও। খবর বলিউড হাঙ্গামার।

২০২৪ সাল পূজার খারাপ গেলেও ২০২৫ যে তিনি নিজের করে নেবেন, সেই বার্তা ইতোমধ্যে দিয়েছেন। তার হাতে বর্তমানে চারটি সিনেমা রয়েছে, যেগুলোর মধ্যে তিনটি বলিউডের ও একটি তামিল।

বর্তমানে এই নায়িকা ব্যস্ত আছেন এই চারটির মধ্যে দুই সিনেমার শুটিংয়ে, যেগুলোর মধ্যে বলিউডের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি হাউসফুলের পঞ্চম সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। তারকাবহুল এই ফ্র্যাঞ্চাইজিতে পূজা ছাড়াও আরও অভিনয় করছেন অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ, ফেরদৌস খান, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, জ্যাকুলিন ফার্নান্দেজ, নার্গিস ফাখরি, চিত্রাঙ্গদা সিং, সোনম বাজওয়া ও সৌন্দর্য শর্মার মতো তারকা। এটি পরিচালনা করছেন তরুণ মনসুখানি। ২০২৫ সালের ৬ জুন সিনেমাটি মুক্তির কথা।

‘হাউসফুল ৫’-এর কাজ শেষ করে পূজা ‘দেবা’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়বেন। ২০২৫ সালের ভ্যালেন্টাইন ডে উপলক্ষে মুক্তি পাবে সিনেমাটি। এটি পরিচালনা করেছেন রোশান অ্যান্ড্রুজ। এই সিনেমা দিয়ে প্রথমবারের মতো শহীদ কাপুরের সঙ্গে জুটি হবেন পূজা।

এই দুটির কাজ শেষ হলে পূজা বরুণ ধাওয়ানের সঙ্গে ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’ সিনেমার কাজ শুরু করবেন। এটি পরিচালনার দায়িত্বে আছেন ডেভিড ধাওয়ান। এরপর বিগ বাজেটের তামিল সিনেমা ‘থালাপতি ৬৯’ নিয়ে ব্যস্ত হবেন। এটি পরিচালনা করছেন এইচ বিনোথ। ২০২৫ সালের অক্টোবরে মুক্তির কথা রয়েছে। সিনেমায় পূজা ছাড়াও অভিনয় করবেন বিজয় ও ববি দেওল।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত