Homeবিনোদনপূজার ‘এক জনমে হাজার মরণ’

পূজার ‘এক জনমে হাজার মরণ’


এক যুগেরও বেশি আগে ‘দূরে দূরে’ দ্বৈত গানটি করে ইমরান-পূজা দুজনই তুমুল আলোচনায় আসেন। এ গানই মূলত দুজনেরই টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত হয়। অনুরূপ আইচের লেখা ও ইমরানের সুর-সংগীতে গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছিলেন শিমুল হাওলাদার। এ গানের মিউজিক ভিডিওতে অভিনয় করেছিলেন আফরান নিশো ও উর্মিলা শ্রাবন্তী কর। এখন পর্যন্ত গানটি ৯ কোটিরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। এরপরও পূজা-ইমরান ‘কেন বারে বারে’, ‘মানে না মন’, ‘তুমি শুধু আমার’, ‘চোখে চোখে’, ‘বলবো তোকে আজ’, ‘বোঝে না হিয়া’সহ আরও কয়েকটি দ্বৈত গান করেন। পূজার একক গানের মধ্যে আলোচিত হচ্ছে ‘মনের ভুলে’, ‘তোমার দেখা যদি পাই’ ইত্যাদি।

তাহসানের সঙ্গে পূজার আলোচিত দ্বৈত গান হচ্ছে ‘একটাই তুমি’। তিন কোটিরও বেশি ভিউ হওয়া এ গানটি লিখেছেন সোমেশ্বর অলি। সুর-সংগীত করেছেন সাজিদ সরকার। এরই মধ্যে গতকাল বিকেলে ‘পূজা’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে পূজার কণ্ঠে নতুন গান ‘এক জনমে হাজার মরণ’। গানটি লিখেছেন রাকিব হাসান রাহুল, সুর-সংগীত করেছেন অদিত রহমান।

গানটি প্রসঙ্গে পূজা বলেন, ‘সাধারণত আমি যে ধরনের গান গাই কিংবা যে ধরনের গান করার জন্য শ্রোতাদের বিশেষ অনুরোধ থাকে, এক জনমে হাজার মরণ ঠিক তেমনি একটি গান। এটা ভীষণ সত্যি যে, আমি অদিত দাদার সুর-সংগীতের ভীষণ ফ্যান। এটা দাদা নিজেও জানেন। তার সুর-সংগীতে এ গানটি গাইতে পেরে ভীষণ ভালো লাগল। আশা করছি শ্রোতাদর্শকের ভীষণ ভালো লাগবে। আর মিউজিক ভিডিওটিও আশা করছি ভালো লাগবে। মূল কথা গানের কথা, গানের সুর-সংগীত, আমার কণ্ঠ এবং মিউজিক ভিডিও সব মিলিয়ে এ সময়ের উপযোগী পরিপূর্ণ একটি গান। তাই গানটি ঘিরে প্রত্যাশাও অনেক বেশি।’

সংগীতার ইউটিউব চ্যানেলে পূজার ‘পূজা রিটার্নস’ নামে একটি অডিও অ্যালবাম রয়েছে। এ অ্যালবামে পূজার বিভিন্ন গানের সুর-সংগীত করেছেন বাপ্পা মজুমদার, ফোয়াদ আল মুক্তাদির, আরিফিন রুমি, ইমরানসহ অনেকে।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত