Homeবিনোদনপিছিয়ে যাবে ‘বরবাদ’, ঈদে আসবে ‘অন্তরাত্মা’

পিছিয়ে যাবে ‘বরবাদ’, ঈদে আসবে ‘অন্তরাত্মা’



আসন্ন ঈদুল ফিতর সামনে রেখে সিনেমা মুক্তির জন্য শুরু হয়েছে জোর প্রস্ততি। যার যার সিনেমা নিয়ে প্রচারণায় ব্যস্ত নির্মাতা, অভিনেতা ও অভিনেত্রীরা। বরাবরের মতো এবারও মুক্তির তালিকায় থাকা অন্যান্য চলচ্চিত্রের মধ্যে আলোচনায় এগিয়ে রয়েছে শাকিব খানের সিনেমা ‘বরবাদ’। যেটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা মেহেদী হাসান হৃদয়।

তবে এবার জানা গেল সিনেমাটি ঈদে মুক্তির সম্ভাবনা অনেকটাই কমে গেছে। মুক্তির তালিকায় উঠে এসেছ এই নায়কের ‘অন্তরাত্মা’ সিনেমাটি। যেটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন। 

২০২১ সালে অনেকটা ঢাকঢোল পিটিয়ে ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নিয়ে ‘অন্তরাত্মা’ সিনেমার শুটিং শুরু হয়। মহরতের আগেই সিনেমাটি সে বছর রোজার ঈদে মুক্তির পরিকল্পনায় ছিল বলে নিশ্চিত করেন নির্মাতা ওয়াজেদ আলী সুমন। এরপর নানা কারণে থেমে যায় সিনেমার শুটিং। তারপর বিভিন্ন সিনেমা নিয়ে ব্যস্ততা বাড়ে শাকিবের। এর মধ্যেই নির্মাতা সিনেমার শুটিং সম্পন্ন করে আজ রবিবার (২৩ মার্চ) বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে প্রদর্শনের জন্য পাঠানো হয়েছে। সেখান থেকে ছাড় পত্র পেলেই ঈদে মুক্তি দেওয়া হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।

এদিকে জানা যায়, ঈদে মুক্তির আলোচনায় থাকা ‘বরবাদ’ সিনেমাটি এখনো চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমাই দেওয়া হয়নি।

‘অন্তরাত্মা’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক। সোহানী হোসেনের মূল গল্পে ফেরারী ফরহাদের চিত্রনাট্যে ‘অন্তরাত্মা’র অন্যান্য চরিত্রে অভিনয় করছেন শাহেদ শরীফ খান, অরুণা বিশ্বাস, ঝুনা চৌধুরী, এস এম মহসীন, মারুফ।
 



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত