Homeবিনোদনপার্থ-নওবার ‘তোমার গল্পে আমি’

পার্থ-নওবার ‘তোমার গল্পে আমি’



বর্তমান সময়ে নাটকের ব্যস্ত দুই নাম পার্থ শেখ ও নওবা তাহিয়া। এই দুজন জুটি বেঁধে এরই মধ্যে প্রশংসিত হয়েছেন। এবার আরও একটি নাটকে একসঙ্গে দেখা যাবে তাদের। নাম ‘তোমার গল্পে আমি’। যেটি পরিচালনা করেছেন সেলিম রেজা। নাটকটি আসন্ন ঈদুল ফিতরে দেশের একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে।

‘তোমার গল্পে আমি’ নাটকে পার্থ অভিনয় করেছেন ‘রেহান’ চরিত্রে , নওবা অভিনয় করেছেন ‘জেনি’ চরিত্রে।

নাটকটি প্রসঙ্গে পার্থ শেখ বলেন, ‘সেলিম ভাইয়ের নির্দেশনায় যত নাটকে অভিনয় করেছি, প্রতিটি কাজই এক কথায় অসাধারণ। সর্বশেষ তার দুটি নাটকে গল্পও সুন্দর ছিল। এ ছাড়া সহশিল্পী হিসেবে নওবা ভীষণ স্বাচ্ছন্দ্যতার।

আগের চেয়ে অভিনয়ে তার ম্যাচুউরিটি এসেছে। যদি আরও সিরিয়াস হয় অভিনয়ে তাহলে আমার বিশ্বাস আগামীতে আরও ভালো করবে।’

নওবা তাহিয়া বলেন, ‘‘তোমার গল্পে আমি’ নাটকটি নিয়ে আমি ভীষণ আশাবাদী। কারণ এর গল্প নির্মাণ দর্শকের কথা চিন্তা করে তৈরি হয়েছে।

এ ছাড়া ঈদের সময় টিকে থাকতে ভালো কনটেন্ট লাগে। তাই আশা করছি অনেক নাটকের ভিড়ে আমাদের নাটকটিও দর্শকপ্রিয়তা পাবে পছন্দ হবে।”



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত