Homeবিনোদনপাইরেসি রুখতে শাকিবের বার্তা | কালবেলা

পাইরেসি রুখতে শাকিবের বার্তা | কালবেলা


এবারের ঈদে মুক্তি পেয়েছে শাকিব খানের ‘বরবাদ’ সিনেমা। মেহেদি হাসান হৃদয় পরিচালিত ছবিটি মুক্তির দ্বিতীয় দিনই পাইরেসির শিকার হয়। যা নিয়ে নির্মাতা ও প্রযোজক এরই মধ্যে জিডি করেছেন। আছে মামলার পরিকল্পনাও। এবার নিজের সিনেমার পাইরেসি নিয়ে মুখ খুললেন শাকিব।

‘বরবাদ’ সারা দেশে ১২০টি সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে। মুক্তির প্রথম দিন থেকেই দুর্দান্ত সাড়া ফেলেছে। তবে সিনেমাটি পড়েছে পাইরেসির কবলে। এর ফলে বিভিন্ন টেলিগ্রাম চ্যানেলে পুরো সিনেমাই পাওয়া যাচ্ছে।

‘বরবাদ’ পাইরেসি নিয়ে ফেসবুকে শাকিব খানের বার্তা। ছবি : সংগৃহীত

এবার বিষয়টি নিয়ে ফেসবুকে একটি বার্তা দিয়েছেন শাকিব খান। যেখানে তিনি বলেছেন, ‘পাইরেসিকে রুখে দিন। বাংলা সিনেমার উন্নতির স্বার্থে কোনো সিনেমাই যেন পাইরেসির শিকার না হয় সেদিকে সতর্ক থাকুন। আবেগতাড়িত হয়ে সিনেমার গুরুত্বপূর্ণ দৃশ্য মোবাইলে ধারণ করা থেকে বিরত থাকুন। পাশাপাশি অন্য কেউ ভিডিও করলে তাকেও নিষেধ করুন, অথবা কর্তৃপক্ষকে জানান। দেশের প্রচলিত আইনে পাইরেসি একটি দণ্ডনীয় অপরাধ সুতরাং পাইরেসিকে না বলুন।’ শাকিব ছাড়াও ‘বরবাদ’ পাইরেসিতে এরই মধ্যে অনেকে মুখ খুলেছেন।


‘বরবাদ’ সিনেমার পোস্টারে শাকিব খান। ছবি : সংগৃহীত

মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় সিনেমাটিতে শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন কলকাতার ইধিকা পাল। আরও অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম ও ফজলুর রহমান বাবু।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত