Homeবিনোদন‘পাঁচফোড়ন’-এ বৈশাখী স্মৃতির ঝাঁপি খুলবেন বিজরী-দিনার

‘পাঁচফোড়ন’-এ বৈশাখী স্মৃতির ঝাঁপি খুলবেন বিজরী-দিনার


পয়লা বৈশাখ উপলক্ষে ফাগুন অডিও ভিশন নির্মাণ করেছে ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’। বৈশাখী পাঁচফোড়নের এই পর্বে দেখা যাবে পয়লা বৈশাখের দিনে এক দম্পতি বৈশাখ নিয়ে স্মৃতির ঝাঁপি খুলে বসেন। তাঁদের কথোপকথনের মাঝে আসতে থাকে গান, নাটক ও বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবেদন। পাঁচফোড়নে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন তারকা দম্পতি বিজরী বরকতুল্লাহ ও ইন্তেখাব দিনার।

এবারের পাঁচফোড়নে বাংলা বর্ষবরণ নিয়ে ‘নবীনের ডাক এসো’ শিরোনামে একটি গান গেয়েছেন সংগীতশিল্পী রবি চৌধুরী। গানের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। গীতিকবি লিটন অধিকারী রিন্টুর লেখা ‘পঞ্জিকাটা বদলে গেল’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই। দুটি গানেরই সুর ও সংগীত পরিচালনা করেছেন সুমন কল্যাণ। এ ছাড়া গাছের পাতা দিয়ে চমৎকার গানের সুর তুলেছেন মোশাররফ হোসেন।

ঐতিহ্যবাহী শাড়ি, বিশেষ করে বৈশাখের শাড়ি ও তাঁতের শাড়ি বিক্রির সবচেয়ে বড় হাট সিরাজগঞ্জের শাহজাদপুরের কাপড়ের হাট নিয়ে রয়েছে একটি অনুসন্ধানী প্রতিবেদন। কর্মহীন গৎবাঁধা জীবন থেকে বের হয়ে জীবনকে হাসি-আনন্দে ভরে তুলতে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার চাপালী গ্রামের কিছু যুবক মিলে প্রতিষ্ঠা করেছেন একটি ব্যতিক্রমী ক্লাব ‘চাপালী যুব সংঘ’। এই ক্লাবের কর্মকাণ্ড নিয়ে রয়েছে আরও একটি প্রতিবেদন।

এবারের আয়োজনে আরও রয়েছে বৈশাখের ওপর ব্যঙ্গাত্মক এবং রসাত্মক বেশ কয়েকটি নাট্যাংশ। এতে অভিনয় করেছেন সুভাশিষ ভৌমিক, আব্দুল আজিজ, কাজী আসাদ, মোহাম্মদ বারী, শাহেদ আলী, সুজাত শিমুল, আনোয়ার শাহী, আনোয়ারুল আলম সজল, নজরুল ইসলাম, আলভী প্রমুখ।

১৪ এপ্রিল সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হবে পাঁচফোড়ন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত