Homeবিনোদনপল্লিকবি জসীমউদ্‌দীনের কবিতা থেকে ইমন চৌধুরীর গান

পল্লিকবি জসীমউদ্‌দীনের কবিতা থেকে ইমন চৌধুরীর গান


দুই বছর আগে হেলাল হাফিজের ‘প্রস্থান’ কবিতা থেকে ‘পত্র দিও’ শিরোনামের গান তৈরি করেছিলেন সংগীত পরিচালক ইমন। এবার পল্লিকবি জসীমউদ্‌দীনের কবিতা থেকে গান তৈরি করলেন ইমন। কবির ‘হলুদ বরণী’ কবিতা অবলম্বনে তৈরি হয়েছে ‘ফুল নেয়া ভালো নয়’ শিরোনামের গানটি। এই গান দিয়ে শুরু হলো ইমন চৌধুরীর নতুন মিউজিক প্রজেক্ট বেঙ্গল সিম্ফনি।

সুর ও সংগীত পরিচালনার পাশাপাশি গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমন চৌধুরী। কবিপরিবারের অনুমতি নিয়েই পল্লিকবির কবিতা থেকে গানটি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ইমন চৌধুরী। তিনি জানান, বেঙ্গল সিম্ফোনি থেকে নিয়মিত প্রকাশ করা হবে গান। ইমন চৌধুরী বলেন, ‘গত দেড় বছর আমরা ২৫ থেকে ৩০ জন একসঙ্গে গান–বাজনা করছি। সবাই মিলে তৈরি করেছি বেঙ্গল সিম্ফোনি টিম। আমাদের মূল স্বপ্ন বাংলা গানকে সমৃদ্ধ করা।’

ফুল নেয়া ভালো নয় গানের পোস্টার । ছবি: সংগৃহীত

ফুল নেয়া ভালো নয় গানের পোস্টার । ছবি: সংগৃহীত

গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন কনক খন্দকার কক্সবাজারে হয়েছে গানের মিউজিক ভিডিওর দৃশ্যধারণ। কনক বলেন, ‘ইমন চৌধুরীকে আমি মিউজিশিয়ান হিসেবে খুবই পছন্দ করি, মানুষ হিসেবেও তিনি অসাধারণ। কাজটি করতে পেরে খুবই ভালো লাগছে। গানটি যেহেতু পল্লিকবির কবিতা থেকে করা হয়েছে, তাই একটা সহজ–সুন্দর নির্মাণের চেষ্টা করেছি।’

ফুল নেয়া ভালো নয় গানের ভিডিও দৃশ্যে বেঙ্গল সিম্ফনি টিমের সদস্যরা। ছবি: সংগৃহীত

ফুল নেয়া ভালো নয় গানের ভিডিও দৃশ্যে বেঙ্গল সিম্ফনি টিমের সদস্যরা। ছবি: সংগৃহীত

ইমন চৌধুরী মনে করেন, তাদের শুরুটা হয়েছে খুব মিষ্টি আয়োজনে। আগামীতে আরও সুন্দর গান উপহার দিতে পারবেন তাঁরা।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত