তিনি মূলত গানের মানুষ। মডেলিংয়েও রয়েছে তার ভালো খ্যাতি। তবে অভিনয় দিয়েও হৃদয় জয় করেছেন তার ভক্তদের। তিনি আর কেউ নন, তিনি হলেন মার্কিন গ্লোবাল তারকা সেলেনা গোমেজ। বলতে গেলে অভিনয় ক্যারিয়ারের সেরা সময়ে আছেন তিনি। সম্প্রতি প্রকাশ পেয়েছে ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ড (অস্কার) এর মনোনীতদের তালিকা। এবারের আসরে সবচেয়ে বেশি মনোনয়ন পেয়েছে নেটফ্লিক্সের ক্রাইম মিউজিক্যাল ছবি ‘এমিলিয়া পেরেজ’। আর এতে ‘জেসি দেল মন্তে’ চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন। পেয়েছেন দর্শক প্রশংসাও। এবার তিনি আরও একটি সিনেমার সঙ্গে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন। যেটি নির্মাণ হবে মার্কিন আরেক আইকনিক পপ তারকা ব্রিটনি স্পিয়ার্সের জীবনের ওপর, যা নিয়ে হলিউডভিত্তক একাধিক গণমাধ্যম এরই মধ্যে নিশ্চিত করেছে। এই সিনেমাটি নির্মাণ করবেন ‘উইকড’ সিনেমা খ্যাত নির্মাতা জন মে চু, যা নিয়ে সম্প্রতি বিল বোর্ডের সঙ্গে কথাও বলেছেন তিনি। জন বলেন, ‘আমি ছোটবেলা থেকেই ব্রিটনি স্পিয়ার্সের গানের ভক্ত। তাকে নিয়ে কাজ করার স্বপ্ন জাগে ২০২৩ সালে অক্টোবরে, যখন তার জীবনী ‘দ্য ওম্যান ইন মি’ প্রকাশিত হয়, সেটি রীতিমতো ঝড় তোলে। এর পরই আমি সিদ্ধান্ত নিই, এ গল্পের ওপর সিনেমা নির্মাণ করব। কথা অনুযায়ী এরই মধ্যে সিনেমার কাজ শুরু করেছি। এই সিনেমার জন্য আমরা দুটি চরিত্র নির্ধারণ করেছি। যেখানে অভিনয়ের জন্য আমাদের প্রথম পছন্দ আরেক মার্কিন পপ তারকা সেলেনা গোমেজ। তার সঙ্গে কথা হচ্ছে, আশা করছি শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানাতে পারব।’ গত বছরের ২৪ অক্টোবর প্রকাশিত হয় ব্রিটনির জীবন নিয়ে লেখা বই ‘দ্য ওম্যান ইন মি’। বইটি কেবল যুক্তরাষ্ট্রেই ২৫ লাখের বেশি কপি বিক্রি হয়। বহুল চর্চিত এই বইয়ের স্বত্ব কিনে নিয়েছে চলচ্চিত্র প্রযোজনা সংস্থা ইউনিভার্সাল পিকচার্স। বইটিতে ব্রিটনির তারকা হয়ে ওঠার গল্প যেমন উঠে এসেছে, তেমনি জায়গা পেয়েছে বাবার অভিভাবকত্বে থাকার সময়ে তার মানসিক অবস্থার বয়ানও। সৎভাবে সম্পর্ক, নিজের আত্ম-উপলব্ধি তুলে ধরার জন্যও প্রশংসিত হয়েছেন গায়িকা। জানা গেছে, সিনেমাটিতেও থাকবে এসব প্রসঙ্গ।