‘নারীজন্ম ধন্য হোক আপনভাগ্য গড়ার অধিকারে’ স্লোগানে নাট্যসংগঠন স্বপ্নদল উদ্যাপন করবে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫। ৮ মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষে এক দিন আগে ৭ মার্চ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দলটি আয়োজন করেছে সম্মাননা প্রদান ও নাট্য প্রদর্শনীর।
সন্ধ্যা সাড়ে ৭টায় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে স্বপ্নদল মঞ্চায়ন করবে নারী জাগরণের কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’। রবীন্দ্রনাথ ঠাকুরের চিরায়ত সৃষ্টি চিত্রাঙ্গদার নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। ভারতের ন্যাশনাল স্কুল অব ড্রামার (এনএসডি) আমন্ত্রণে ‘২৩তম ভারত রঙ্গ মহোৎসব, ২০২৫’-এ চিত্রাঙ্গদার দুটি প্রদর্শনীসহ দেশ-বিদেশে প্রযোজনাটির ১১৩টি মঞ্চায়ন করে প্রশংসিত হয়েছে স্বপ্নদল।
চিত্রাঙ্গদা প্রদর্শনীর আগে নাট্যজন রুমা মোদককে স্বপ্নদলের পক্ষ থেকে আন্তর্জাতিক নারী দিবস সম্মাননা ২০২৫ প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সম্মাননা তুলে দেবেন চায়নার রবীন্দ্র বিশেষজ্ঞ ও চীনা ভাষায় রবীন্দ্র রচনাবলির অনুবাদক অধ্যাপক দং ইউ ছেন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন নাট্য গবেষক ও বাংলাদেশ থিয়েটার আর্কাইভসের প্রতিষ্ঠাতা নাট্যজন বাবুল বিশ্বাস, শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন প্রমুখ।
বিশ্বের সকল নারীকে সম্মান জানাতে ২০১২ থেকে নিয়মিতভাবে আন্তর্জাতিক নারী দিবস পালন করে আসছে স্বপ্নদল। দিবসটিতে এ পর্যন্ত সংবর্ধনা দেওয়া হয়েছে নাট্যজন ফেরদৌসী মজুমদার, শিমূল ইউসুফ, লাকী ইনাম, নূনা আফরোজ, আইরিন পারভীন লোপা, সাধনা আহমেদ, ত্রপা মজুমদার, রোকেয়া রফিক বেবী, মোমেনা চৌধুরী, আছমা আক্তার লিজা, জয়িতা মহলানবীশ, হৃদি হক এবং স্বপ্নদলের নিয়মিত নারী-নাট্যকর্মীসহ সকল নিয়মিত নাট্যকর্মীর মায়েদের। আন্তর্জাতিক নারী দিবস ৮ মার্চ হলেও হল বরাদ্দের কারণে এ বছর এক দিন আগে দিবসটি পালন করছে স্বপ্নদল।
চিত্রাঙ্গদা নির্মিত হয়েছে কাব্যনাট্য পাণ্ডুলিপি অবলম্বনে। নাট্যকাহিনিতে উপস্থাপিত হয় মহাবীর অর্জুন সত্য পালনের জন্য ব্রহ্মচর্যব্রত গ্রহণ করে মণিপুর বনে এসেছেন। মণিপুর-রাজকন্যা চিত্রাঙ্গদা অর্জুনের প্রেমে উদ্বেলিত হলেও রূপহীন চিত্রাঙ্গদাকে প্রত্যাখ্যান করেন অর্জুন। অপমানিত চিত্রাঙ্গদা প্রেমের দেবতা মদন এবং যৌবনের দেবতা বসন্তের সহায়তায় অপরূপ সুন্দরীতে রূপান্তরিত হন। এবারে অর্জুন চিত্রাঙ্গদার প্রেমে পড়েন। কিন্তু অর্জুনকে লাভ করেও চিত্রাঙ্গদার অন্তর দ্বন্দ্বে ক্ষতবিক্ষত হতে থাকে। অর্জুন প্রকৃতপক্ষে কাকে ভালোবাসেন, চিত্রাঙ্গদার বাহ্যিক রূপ নাকি তার প্রকৃত অস্তিত্বকে?
চিত্রাঙ্গদায় অভিনয় করেছেন সোনালী, জুয়েনা, শিশির, শ্যামল, অর্ক, জেবু, সুমাইয়া, সামাদ, ঊষা, নিসর্গ, আলী, বিপুল, হাসান, সুকুমার, বিমল, রেহান, অনিন্দ্য, নিশক প্রমুখ।