Homeবিনোদননাটক-গানে পড়শী

নাটক-গানে পড়শী



গানের মানুষ সাবরিনা পড়শী। ব্যস্ততা আছে অভিনয়েও। এবার ঈদে যে ব্যস্ততা আরও বেড়ে গেছে তার। কারণ নাটকে অভিনয়ের পাশাপাশি নতুন গানেও দেখা যাবে তাকে। এ ছাড়া তার প্রযোজনায় এবার প্রচারিত হবে নাটকও। তাই নানা মাত্রিক বাস্ততায় সময় কাটছে এ শিল্পীর।

পড়শী জানান, এখন মৌলিক গান কম করা হয়। তার কাজের বেশি ব্যস্ততা নাটক, ওটিটি ও সিনেমার গান নিয়ে। এর ফাঁকেই এবার আসন্ন ঈদুল ফিতরে ‘ঘুম হয়ে যা’ শিরোনামে তার এবং আরফিন রুমির কণ্ঠে নতুন একটি গান প্রকাশ হবে। গানটির বিস্তারিত শিগগিরই জানানো হবে বলে জানান পড়শী। এ সময় তিনি আরও বলেন, নাটকের ব্যস্ততাও রয়েছে অনেক। এ ছাড়া পড়শী নিয়মিত তার ফেসবুক ও ইউটিউব চ্যানেলে নিজের করা রান্নার কনটেন্ট শেয়ার করে থাকেন। যেখানে তিনি তার পছন্দ অনুযায়ী খাবার তৈরি করেন।

এদিকে বছরের শুরুতে চুপিসারে বিয়ে করেন পড়শী। যুক্তরাষ্ট্র প্রবাসী নিলয়ের সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

পড়শীকে সবশেষ দেখা যায় ভালোবাসা দিবসের নাটক ‘মনেরই রঙে রাঙিয়ে’তে। কে এম সোহাগ রানার পরিচালনায় এ নাটকে প্রথমবারের মতো জুটি বাঁধেন অভিনেতা তৌসিফ মাহবুবের সঙ্গে।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত