Homeবিনোদননাজুর ‘স্বপ্নের তানপুরা’ | কালবেলা

নাজুর ‘স্বপ্নের তানপুরা’ | কালবেলা


দুই বছর আগে যুক্তরাষ্ট্রে গিয়ে স্থায়ীভাবে স্বামী শামীম শরীফ ও দুই ছেলে আহমেদ আলী খান, নাজমুস সালেহীন আহরারকে সঙ্গে নিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেছেন বাংলাদেশের মিষ্টি কণ্ঠের শ্রোতাপ্রিয় গায়িকা নাজু আখন্দ। গেল দুই বছরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে প্রায় একশ স্টেজ শোয়ে পারফর্ম করেছেন এ গায়িকা। শিগগিরই তার কণ্ঠে প্রকাশ পেতে যাচ্ছে ‘স্বপ্নের তানপুরা’। গানটি লিখেছেন রাজু চৌধুরী, সুর করেছেন এহসান রাহী। শিগগিরই গানটি ইউটিউবে প্রকাশ পেতে যাচ্ছে বলে জানালেন নাজু। তিনি বলেন, ‘২০০১ সাল থেকে আমি সিনেমায় গান করছি। দুই শতাধিক গান গেয়েছি আমি সিনেমায়। আমার আধুনিক গানের অ্যালবামও আছে। অনেক প্রকাশিত মৌলিক গান আছে আমার। কিন্তু আমার সব গানকে ছাড়িয়ে গেছে এ স্বপ্নের তানপুরা গানটি। গানটির কথার গভীরতা ও সুরের মূর্ছনা শ্রোতা-দর্শককে মুগ্ধ করবে বলেই আমার বিশ্বাস। আমার কাছে আমার গাওয়া এ যাবৎকাল পর্যন্ত যত গান আমি গেয়েছি, এই গান সেরা গান হিসেবেই বিবেচিত হচ্ছে। যে কারণে গানটি নিয়ে আমি ভীষণ ভীষণ আশাবাদী।’

এদিকে নাজু জানান, চলতি বছরই দেশে আসার ইচ্ছা রয়েছে তার। ২০০২ সালে নাজুর প্রথম মৌলিক গানের অ্যালবাম ‘কাঁচা হলুদের রং’ প্রকাশিত হয়। এরপর ২০০৯ সালে ‘স্বপ্ন কন্যা’ অ্যালবাম প্রকাশ পায়। ‘মায়ের সম্মান’ সিনেমায় তিনি আহমেদ ইমতিয়াজ বুলবুলের কথা ও সুরে প্রথম প্লেব্যাক করেন। নাজু কুমার বিশ্বজিতের সঙ্গে এই সিনেমায় প্লেব্যাক করার সুযোগ পেয়েছিলেন। আহমেদ ইমতিয়াজ বুলবুলের লেখা ও সুরে ৬৮টি সিনেমায় প্লেব্যাক করার সুযোগ পেয়েছিলেন নাজু আখন্দ।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত