দেশের জনপ্রিয় সংগীতশিল্পী, অভিনেতা, মডেল ও উপস্থাপক তাহসান খান। অভিনয়, গান ও টিভিতে একটি অনুষ্ঠান উপস্থাপনায় ব্যস্ত সময় যাচ্ছে তার। এবার জানা গেল নতুন আঙ্গিকে প্রকাশ করা হবে তার পুরোনো সাতটি গান। এ প্রসঙ্গে তাহসান জানান, অভিনয় এবং উপস্থাপনায় তার ব্যস্ততা থাকলেও গান করতে তিনি সবসময়ই ভালোবাসেন। তাইতো নিজের গাওয়া গানগুলো নিয়ে তার পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনা থেকে এবার নিজের পুরোনো সাতটি গান আবারও নতুন করে গাওয়ার উদ্যোগ নিয়েছেন তিনি।। কারণ এই শিল্পী মনে করেন গানগুলো নতুন আঙ্গিকে উপস্থাপিত হোক। এরই মধ্যে গানগুলো নিয়ে কাজ শুরু হয়েছে। যেসব গান তাহসান নতুন করে করতে যাচ্ছেন সেই গানগুলো হচ্ছে ‘একটাই তুমি’, ‘মন কারিগর’, ‘কেউ না জানুক’, ‘চাইলে আমার’, ‘তোমার আমার’, ‘বৃষ্টিতে প্রাকৃতিক’, ‘প্রেমাতাল’। এর মধ্যে ‘চাইলে আমার’ ও ‘তোমার আমার’ গান দুটিকে ম্যাশআপ করে একটি গান হিসেবে প্রকাশ করা হবে। শিল্পী জানিয়েছেন, এরই মধ্যে সংগীতায়োজনসহ সব কাজ শেষ। এদিকে ভালোবাসা দিবসে প্রকাশ হয়েছে তাহসানের গাওয়া ‘জনম জনম’ শিরোনামের একটি সিনেমার গান।