Homeবিনোদনদেখা মিলেছে নতুন সুপারম্যানের | কালবেলা

দেখা মিলেছে নতুন সুপারম্যানের | কালবেলা


হলিউডের অন্যতম জনপ্রিয় সিনেমা ফ্রাঞ্চাইজি ‘সুপারম্যান’। যার দর্শক দুনিয়াজুড়ে। এখন পর্যন্ত এই সিনেমা সিরিজের ছয়টি ছবি মুক্তি পেয়েছে, এবার আসছে আরও একটি সিক্যুয়েল। নাম ‘সুপারম্যান’। এই সিনেমা দিয়ে ডিসি স্টুডিওর নতুন যুগের সূচনা হতে যাচ্ছে। সুপারম্যান চরিত্রে প্রথমবারের মতো এতে অভিনয় করেছেন ডেভিড করেনসওয়েট। এরই মধ্যে এর ট্রেলার ওয়ার্নার ব্রস পিকচার্সের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে। দুই মিনিটের ট্রেইলারে দেখা গেছে, বাতাসে বরফ ঝড়, আকাশ থেকে হঠাৎ কী একটা যেন মাটিতে আছড়ে পড়েছে, এরপর হয় বিস্ফোরণ তারপর বেরিয়ে আসে সুপারম্যানের চেহারা। এরপর তার নাক-মুখ দিয়ে ঝরতে থাকে রক্ত, নিঃশ্বাস নিতে থাকেন জোরে জোরে, এরপর শিস বাজান ডেভিড, তারপর ছুটে এসে তাকে জাগিয়ে তোলে ক্রিপ্টো বা ‘দ্য সুপারডগ’। ট্রেলারটি প্রকাশের পর ‘সুপারম্যান’ ভক্তদের মাঝে ব্যাপক উত্তেজনা দেখা যায়। এই সিনেমায় নতুন লুইস লেন হিসেবে র‌্যাচেল ব্রসনাহান এবং খলনায়ক লেক্স লুথার চরিত্রে ব্রিটিশ অভিনেতা নিকোলাস হল্ট কাজ করেছেন। এর আগে ২০১৩ সালে ‘ম্যান অব স্টিল’ এবং এর স্পিন অব সিনেমাগুলোতে সুপারম্যান চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা হেনরি ক্যাভিল। এবারের সিনেমাতেও তারই অভিনয় করার কথা ছিল, যা নিয়ে ২০২২ সালে এই চরিত্রে ক্যাভিল ফেরার ঘোষণা দিলেও গান ও প্রযোজক পিটার স্যাফরান ডিসির নতুন পরিচালক হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই চরিত্রে করেনসওয়েটকে নেওয়ার ঘোষণা দেন।

এর পরই নতুন এই সুপারহিরো চরিত্রে ডেভিড কতটা মানাবে তা নিয়ে ওঠে প্রশ্ন। তবে ট্রেলারে তিনি ভালোই চমকে দিয়েছেন। এবার সিনেমাটি মুক্তির অপেক্ষায় দর্শক।

হলিউডভিত্তিক একাধিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, আগামী বছরের ১১ জুলাইয়ে মুক্তি পাবে ‘সুপারম্যান’। এর গল্প ও পরিচালনার দায়িত্বে আছেন জেমস গান।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত