Homeবিনোদনদুই বছর পর আসছে রেনেসাঁ ব্যান্ডের নতুন গান

দুই বছর পর আসছে রেনেসাঁ ব্যান্ডের নতুন গান


১৯৮৫ সালে যাত্রা শুরু করে ব্যান্ড রেনেসাঁ। এ বছর দলটি উদ্‌যাপন করবে পথচলার ৪০ বছর। এ উপলক্ষে নতুন গান প্রকাশের উদ্যোগ নিয়েছে রেনেসাঁ। প্রথম গান মুক্তি পাচ্ছে রোজার ঈদ উপলক্ষে। ‘দিনের শেষে সবাই একা’ শিরোনামের গানটি প্রকাশ পাবে আজব রেকর্ডসের ইউটিউব চ্যানেলে। এই গানের মধ্য দিয়ে দুই বছর পর প্রকাশ পাচ্ছে রেনেসাঁর নতুন গান।

শহীদ মাহমুদ জঙ্গীর লেখা দিনের শেষে সবাই একা গানটি সুর করেছেন পিলু খান। নতুন গান প্রসঙ্গে গীতিকার শহীদ মাহমুদ জঙ্গী বলেন, ‘গানটিতে জীবনের কথা বলেছি, মানুষের কথা বলেছি। আসলে দিনের শেষে মানুষ একা।’

পিলু খান বলেন, ‘প্রায় দুই বছর পর রেনেসাঁর নতুন গান আসছে। ব্যান্ডের দীর্ঘ এই পথচলায় আমরা চেষ্টা করেছি গানে গানে আমাদের শ্রোতাদের পাশে থাকতে। এক সময় আমরা অ্যালবাম প্রকাশ করতাম। এখন একটি করে গান প্রকাশ পায়। চেষ্টা করেছি সময়ের সঙ্গে পথ চলতে।’

রেনেসাঁ ব্যান্ডের অন্যতম সদস্য নকীব খান বলেন, ‘রেনেসাঁ সব সময় বিষয়ভিত্তিক গানে জীবনের কথা বলেছে, এবারও সেই ধারাবাহিকতা বজায় রেখেছি। আশা করি আমাদের শ্রোতাদের ভালো লাগবে আমাদের এই প্রয়াস।’

আজব রেকর্ডসের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে দিনের শেষে সবাই একা গানের লিরিক ভিডিও। এছাড়া শোনা যাবে স্বাধীন, আইটিউনস, স্পটিফাইসহ শতাধিক স্ট্রিমিং অ্যাপে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত