হলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও প্রযোজক ক্যামেরন ডিয়াজ। অভিনয়ের সঙ্গে তার সম্পর্ক নেই ১০ বছর। দীর্ঘ বিরতির পর আবারও ফিরছেন অভিনয়ে। বড় পর্দা দিয়ে নয়, তাকে দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের ওয়েব ফিল্মে।
ক্যামেরন ডিয়াজকে সবশেষ অভিনয় করতে দেখা যায় ২০১৪ সালে ‘অ্যানি’ সিনেমায়। মিউজিক্যাল এই ড্রামা সিনেমাটি পরিচালনা করেন উইল গ্লুক। এতে কাজ করার পরই আনুষ্ঠানিকভাবে অভিনয় থেকে নিজেকে সরিয়ে নেন হলিউডের গ্লোবাল এই তারকা।
সুখবর হলো, এক দশকের বিরতি কাটিয়ে এ মাসেই ছোট পর্দায় ফিরছেন ক্যামেরন। ওয়েব ফিল্মের নাম ‘ব্যাক ইন অ্যাকশন’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন জেমি ফিক্স। এটি মুক্তি পাবে জানুয়ারির ১৭ তারিখ। পরিচালনা করেছেন সেথ গর্ডন।
বিরতির এ সময়ে ডিয়াজ রক ব্যান্ড গুড শার্লটের প্রধান বেঞ্জামিন লেভি ম্যাডেনকে বিয়ে করেন। তাদের সংসারে আছে দুই সন্তান, কন্যা রাডিক্স এবং ছেলে কার্ডিনাল। এরপর ওয়াইন ব্র্যান্ড অ্যাভালাইন চালু করে ব্যবসায়ী হিসেবেও আত্মপ্রকাশ করেন এই নায়িকা। এ ছাড়াও ক্যামেরন কাজ করতে যাচ্ছেন ‘শ্রেক’ সিরিজের পঞ্চম কিস্তিতে। ডার্ক কমেডি ঘরানার এই সিরিজে তিনি কিয়ানু রিভসের বিপরীতে অভিনয় করবেন বলে জানা গেছে। এটিও এ বছর মুক্তির কথা রয়েছে।