Homeবিনোদনদীঘি আউট পূজা ইন

দীঘি আউট পূজা ইন


বছরের প্রথম দিন টিজার প্রকাশ করে ঘোষণা দেওয়া হয়েছিল ‘টগর’ সিনেমার। আলোক হাসানের পরিচালনায় এতে অভিনয় করার কথা ছিল আদর আজাদ ও প্রার্থনা ফারদিন দীঘির। তবে শুটিং শুরুর আগে বদলে গেল নায়িকা। দীঘি নয়, টগর সিনেমায় আদরের সঙ্গে দেখা যাবে পূজা চেরিকে। গতকাল সিনেমার মোশন পোস্টার প্রকাশের মাধ্যমে ঘোষণা করা হয় পূজার নাম।

নির্মাতা আলোক হাসান জানান, পেশাদারি মনোভাবের অভাব থাকায় দীঘির সঙ্গে কাজটি করতে পারেননি তিনি। তবে এখন পেছনের কথা না ভেবে সিনেমাটি নির্মাণে মনোযোগ দিতে চান। আলোক বলেন, ‘একাধিক কারণে আমরা নায়িকা পরিবর্তন করতে বাধ্য হয়েছি। প্রধান কারণ, দীঘির মধ্যে কাজের তাগিদ ছিল না। তাঁর সহযোগিতা পাচ্ছিলাম না আমরা। এ কারণে আগে থেকেই সরে এসেছি। আমি মনে করি, পূজা চেরিকে এই প্রজেক্টে যুক্ত করতে পারাটা আমাদের জন্য সৌভাগ্যের। এখন দ্রুত কাজটি শেষ করতে চাই।’

পরিচালকের অভিযোগের প্রসঙ্গে জানতে চাইলে এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি দীঘি। তিনি বলেন, ‘যেহেতু আমি আর এই প্রজেক্টে নেই, তাই এই সিনেমা নিয়ে কথা বলতে চাই না।’ অন্য কারও পরিবর্তে সিনেমায় অভিনয় করতে রাজি ছিলেন না পূজা। তিনি বলেন, ‘আলোক হাসান ও আদর আজাদের সঙ্গে এর আগেও আমার কাজ হয়েছে। অ্যানাউন্সমেন্ট টিজারে অন্য অভিনেত্রীর নাম ঘোষণা করায় কাজটি করতে চাইনি। তবে পরবর্তী সময়ে টিম আমাকে বোঝাতে সক্ষম হয়। আমারও গল্প পছন্দ হওয়ায় রাজি হয়ে যাই।’

টগর প্রযোজনা করছে এআর মুভি নেটওয়ার্ক। সংলাপ লিখেছেন মামুনুর রশিদ তানিম। ২৫ ফেব্রুয়ারি শুরু হবে শুটিং। আগামী ঈদুল আজহায় মুক্তির পরিকল্পনা করা হচ্ছে বলে জানান নির্মাতা। আদর-পূজা ছাড়াও অভিনয় করছেন আজাদ আবুল কালাম, রোজী সিদ্দিকী, সুমন আনোয়ার, যোজন মাহমুদ প্রমুখ।

টগর আলোক হাসানের দ্বিতীয় সিনেমা। এর আগে বানিয়েছেন ‘নাকফুল’, তাতেও আছেন আদর ও পূজা চেরি। গত বছর ছাড়পত্র পেলেও এখনো আলোর মুখ দেখেনি সিনেমাটি।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত