Homeবিনোদনদায়মুক্তিতে মনির খান | কালবেলা

দায়মুক্তিতে মনির খান | কালবেলা


সরকারি অনুদানের সিনেমা ‘দায়মুক্তি’। যেটি পরিচালনা করছেন নির্মাতা বদিউল আলম খোকন। এই সিনেমাতেই মনিরুজ্জামান মনিরের লেখা ও আলী আকরাম শুভর সুরে কণ্ঠ দিয়েছেন মনির খান।

প্রযোজক জসীম উদ্দিন জানালেন, মনির খানের গাওয়া এই গানটি একুশে পদকপ্রাপ্ত জীবন্ত কিংবদন্তি অভিনেতা আবুল হায়াতের লিপে দর্শক উপভোগ করবেন। সিনেমাটিতে আবুল হায়াত ছাড়া আরও অভিনয় করেছেন দিলারা জামান, সূচরিতা, সুব্রত, সাইমন, সুস্মি রহমান, সামিয়া নাহিসহ অনেকে।

সিনেমার নতুন এই গান নিয়ে মনির খান বলেন, ‘মাঝে মাঝে কিছু গীতিকবিতা সুরের সঙ্গে এতটাই মেলবন্ধনের সৃষ্টি হয়, সেই গান গাইতেও ভীষণ ভালো লাগে। ‘দায়মুক্তি’ সিনেমার এই গান ঠিক তেমনি চমৎকার একটি গান। যদিও অনেকদিন আগেই এই গানটিতে কণ্ঠ দিয়েছিলাম, তার পরও আমার মনে আছে, আমি খুবই আশাবাদী। আরও ভালো লাগার বিষয় হলো এই যে, আমার গানটি শ্রদ্ধেয় অভিনেতা আবুল হায়াত ভাইয়ের লিপে যাবে। এটা সত্যিই অন্যরকম ভালো লাগার বিষয়। ধন্যবাদ জসীম ভাইকে, কারণ তার প্রবল আগ্রহের কারণেই গাওয়া। তিনিও গানটি শুনে ভীষণ খুশি হয়েছেন। সিনেমাটির জন্য অনেক অনেক শুভ কামনা রইল।’
এরই মধ্যে মনির খানের নিজস্ব ইউটিউব চ্যানেল ‘এমকে মিউজিক ২৪’এ তার নতুন গান ‘তোমাকে শুধু ভালোবাসবো’

প্রকাশিত হয়েছে। গানটি লিখেছেন হাফিজুর রহমান, সুর করেছেন মিল্টন খন্দকার।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত