Homeবিনোদনতেলেগু সিনেমায় কাজ করতে আগ্রহী না ম্রুণাল

তেলেগু সিনেমায় কাজ করতে আগ্রহী না ম্রুণাল


ভারতের জনপ্রিয় অভিনেত্রী ম্রুণাল ঠাকুর দক্ষিণী সিনেমার দর্শকদের কাছে একটি পরিচিত নাম। বিশেষ করে সীতা রামাম ও হাই নান্না সিনেমায় তার অসাধারণ অভিনয়ে তিনি দর্শকদের হৃদয় জয় করেছেন। তবে একসময় ম্রুণাল নিজেই তেলেগু সিনেমায় কাজ করতে আগ্রহী ছিলেন না। সম্প্রতি এক সাক্ষাৎকারে ম্রুণাল জানান, তেলেগু ভাষা ও সিনেমা ইন্ডাস্ট্রিতে নতুন থাকায় শুরুতে তিনি নিজেকে ‘অক্ষম’ মনে করতেন। এ ব্যাপারে বলেন, ‘ভাষা বোঝা এবং সংলাপের সূক্ষ্মতা ধরার জন্য আমি নিজেই ডাবিং করতে চেয়েছিলাম। কিন্তু ভাষার সঙ্গে ঠোঁট মেলানো আমার জন্য খুব কঠিন ছিল।’ তিনি আরও বলেন, ‘ভাষাগত প্রতিবন্ধকতার কারণে আমি কখনো কখনো হাল ছেড়ে দেওয়ার কথাও ভেবেছি এবং কেঁদেছি, কিন্তু সেই কান্নার প্রতিটি ফোঁটাই পরে প্রশংসায় রূপ নিয়েছে।’ ওই সাক্ষাৎকারে সহ-অভিনেতা দুলকার সালমানের প্রশংসা করে ম্রুণাল বলেন, ‘তিনি একজন অসাধারণ অভিনেতা। মালয়ালাম ইন্ডাস্ট্রির হলেও দক্ষিণী সিনেমা ও বলিউডে সফলভাবে কাজ করছেন। তার কাজ আমাকে তেলেগু সিনেমায় এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে।’ তিনি আরও বলেন, ‘কাশ্মীরে সীতা রামাম সিনেমার শুটিং চলাকালে আমি দুলকারকে বলেছিলাম, এটি আমার প্রথম এবং শেষ তেলেগু ছবি। তখন দুলকার আমার দিকে তাকিয়ে বলেছিলেন, সে দেখা যাবে।’ ম্রুণাল তামিল ও কন্নড় সিনেমাতেও কাজ করার পরিকল্পনা করছেন, যার পেছনে দুলকারের অনুপ্রেরণার বড় ভূমিকা রয়েছে বলে জানান এ সুন্দরী। এ অভিনেত্রী ২০১৪ সালে মারাঠি মুভি ‘ভিট্টি ডান্ডু’ দিয়ে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন এবং ২০১৮ সালে হিন্দি ছবি ‘লাভ সোনিয়া’ দিয়ে বলিউডে পা রাখেন।

এ ছাড়া আগামী ২৫ জুলাই মুক্তি পেতে চলেছে ম্রুণালের নতুন বলিউড অ্যাকশন-কমেডি সিনেমা ‘সন অব সর্দার ২’। বিজয় কুমার অরোরার পরিচালনায় নির্মিত এ সিনেমায় ম্রুণালের পাশাপাশি অজয় দেবগন, সঞ্জয় দত্তসহ আরও অনেকে অভিনয় করেছেন। এটি ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘সন অব সর্দার’-এর সিক্যুয়েল।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত