Homeবিনোদনতানিয়া বৃষ্টিকে নিয়েই কি ক্ষোভ ঝাড়লেন আরশ খান 

তানিয়া বৃষ্টিকে নিয়েই কি ক্ষোভ ঝাড়লেন আরশ খান 


সময়ের অন্যতম ব্যস্ত অভিনেতা আরশ খান। শোবিজে অভিনেত্রী তানিয়া বৃষ্টির সঙ্গে তার প্রেমের গুঞ্জন চাউর হয়। তবে গুঞ্জন যাইই হোক না কেন দুজনের সম্পর্ক আর আগের মতো নেই তা স্পষ্ট।

আরশ-তানিয়ার মুখ দেখা দেখিও বন্ধ। তানিয়া এক সাক্ষাৎকারে ভাই-ব্রাদার হিসেবে সম্বোধন করেছিলেন। অন্যদিকে তানিয়ার আত্মার মাগফিরাত কামনা করেছিলেন আরশ। কদিন আগে তানিয়া তাকে নিয়ে মন্তব্য করতে আরশকে গণমাধ্যমের মাধ্যমে বারণ করেছেন।

এবার তানিয়ার নাম প্রকাশ না করলেও আরশ বলেছেন, আমার বিরুদ্ধে সিন্ডিকেট কাজ করছিল। শুধু তাই না আমার সঙ্গে একজনের বেশি কাজ হতো সেও জড়িত ছিল। আমি চিন্তায় পড়ে গিয়েছিলাম কাজ না থাকায়। বাসাভাড়া থেকে শুরু করে কীভাবে চলব এটা নিয়েও ভাবতে হয়েছে।

কালবেলার সঙ্গে একান্ত আলাপে আরশ আরও বলেন, তবে আমি তাসনুভাস তিশার প্রতি কৃতজ্ঞ। কারণ কেউ যখন আমার সঙ্গে কাজ করতে চাইছিল না তশা তখন আমার সঙ্গে জুটি বেঁধে কাজ করেছে। এতে করে সেও অনেক সমস্যা ফেস করেছেন। অনেকেই তিশাকে বলেছে আমার সঙ্গে কাজ করলে তার সঙ্গে কাজ করবে না। তবে তিশা এসবের পাত্তা দেইনি। সে আমাকে শিল্পী হিসেবে সম্মান করেছে, মানুষ হিসেবেও সম্মান করেছে। তিশা এত দুর্দান্ত অভিনেত্রী হওয়া সত্ত্বে আমার সঙ্গে ছাড়া কারও সঙ্গে কাজের সুযোগ সেভাবে পাচ্ছে না।

তিনি বলেন, তিশা এমন একজন অভিনেত্রী ওয়েবে গিয়েও নাম ভূমিকায় অভিনয় করেছে। তার পাব্লিক রেসপন্স অনেক বেশি। আমি অন্য শিল্পী সঙ্গে কাজ করলে কমেন্টস আসে ভাইয়া তিশা আপু কোথায়। তবুও তাকে অন্য শিল্পীরা সিন্ডিকেট করে বঞ্চিত করছে। এটা লজ্জার ও আক্ষেপের।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত