Homeবিনোদনঢাকার উত্তরায় রেস্টুরেন্ট খুলছেন সোহেল মেহেদী, থাকবে মিউজিক্যাল সন্ধ্যা

ঢাকার উত্তরায় রেস্টুরেন্ট খুলছেন সোহেল মেহেদী, থাকবে মিউজিক্যাল সন্ধ্যা


logo

বিনোদন প্রতিবেদক, ঢাকা

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ১৯: ৫৩

Photo

সোহেল মেহেদী; ছবি: সংগৃহীত

রেস্টুরেন্ট ব্যবসায় যুক্ত হলেন সংগীতশিল্পী সোহেল মেহেদী। আগামীকাল সন্ধ্যায় রাজধানীর উত্তরার সাঈদ গ্র্যান্ড সেন্টারে উদ্বোধন হচ্ছে তাঁর ইম্পেরিয়াল লাউঞ্জ রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে। বিএনপির সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম সরদার, সংগীতশিল্পী আসিফ আকবর ও আঁখি আলমগীর উদ্বোধন করবেন রেস্টুরেন্টটি।

সোহেল মেহেদী বলেন, ‘একজন শিল্পী হিসেবে গান গাইতেই স্বাচ্ছন্দ্যবোধ করি আমি। গানই আমার জীবন, গানই আমার প্রাণ। জীবনের প্রয়োজনেই নতুন ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছি। এই ব্যবসায় আমার সঙ্গে আরও দুজন পার্টনার আছেন। খাবারের গুণগত মানের দিকে আমাদের সজাগ দৃষ্টি থাকবে। আর সপ্তাহে দুই দিন থাকবে সংগীত সন্ধ্যা। আশা করছি আমাদের ইম্পেরিয়াল লাউঞ্জের পরিবেশ এবং খাবার সবার ভালো লাগবে।’

নতুন ব্যবসায়ের পাশাপাশি গান নিয়েও ব্যস্ত সময় কাটাচ্ছেন সোহেল মেহেদী। আগামীকাল ২৩ জানুয়ারি রাজধানীর ক্যাপিটাল ক্লাবে গান গাইবেন তিনি। ২৬ জানুয়ারি অংশ নেবেন আরটিভির একটি অনুষ্ঠানে। ২৭ জানুয়ারি মাদারীপুরে একটি স্টেজ শোতে অংশ নেবেন। পাবনার পাকশীর বাঘাইল স্কুল অ্যান্ড কলেজের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ৮ ফেব্রুয়ারি আয়োজন করা হয়েছে সংগীতানুষ্ঠানের। সেই অনুষ্ঠানে গান গাইবেন আসিফ আকবর, আঁখি আলমগীর ও সোহেল মেহেদী।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত