Homeবিনোদনঢাকায় গান শোনাবেন পাকিস্তানের আইমা বেগ

ঢাকায় গান শোনাবেন পাকিস্তানের আইমা বেগ


দেশের কনসার্টে বাড়ছে পাকিস্তানি শিল্পীদের অংশগ্রহণ। গত জুলাইয়ে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর ঢাকায় পারফর্ম করেছেন আতিফ আসলাম, ব্যান্ড জাল ও রাহাত ফতেহ আলী খানের মতো শিল্পীরা। এবার ঢাকা মাতাতে আসছেন পাকিস্তানের সংগীতশিল্পী আইমা বেগ।

আগামী ১২ এপ্রিল রাজধানীর সেনা প্রাঙ্গণে ‘ওয়ান ট্রু সাউন্ড গ্র্যান্ড’ অনুষ্ঠানে গান শোনাবেন আইমা বেগ। কনসার্টটির আয়োজন করছে ইয়ামাহা মিউজিক বাংলাদেশ। আয়োজক কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শিগগির অনলাইনে শুরু হবে অগ্রিম টিকিট বিক্রি।

ইয়ামাহা মিউজিকের জ্যেষ্ঠ নির্বাহী আল শাহরিয়ার বলেন, ‘ওয়ান ট্রু সাউন্ডের ব্যানারে দেশের শিল্পীদের নিয়ে আমরা নিয়মিতই কনসার্টের আয়োজন করে থাকি। এবারের আয়োজনটি আরও বড় পরিসরে করছি। আইমার সঙ্গে বাংলাদেশের জনপ্রিয় কয়েকজন সংগীতশিল্পী যুক্ত হবেন। শিগগির টিকিটের মূল্যসহ বিস্তারিত জানানো হবে।’

২০১৬ সালে পাকিস্তানি সিনেমা ‘লাহোর সে আগে’তে প্রথমবার প্লেব্যাক করেন আইমা। এরপর ‘কালাবাজ দিল’, ‘এহলে দিল’ ও ‘বি-ফিকরিয়ান’ সিনেমায় প্লেব্যাক করে জনপ্রিয়তা পান। এ ছাড়া কোক স্টুডিও পাকিস্তানের তিনটি সিজনে গেয়েছেন আইমা। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সপ্তম আসরে আতিফ আসলামের সঙ্গে ‘আগে দেখ’ ও গত বছর আলী জাফরের সঙ্গে ‘খুল কে খেল’ থিম সংয়ে কণ্ঠ দিয়েছেন তিনি।

আইমার আগের দিন ঢাকা মাতাবেন পাকিস্তানের আরেক সংগীতশিল্পী মুস্তফা জাহিদ। ১১ এপ্রিল ঢাকায় ‘মেলোডি আনলিশড উইদ মুস্তফা জাহিদ’ কনসার্টে গান শোনাবেন মুস্তফা। এক ভিডিওবার্তায় মুস্তফা জাহিদ বলেন, ‘আমরা ঢাকায় আসছি ভেবে রোমাঞ্চিত! সংগীত সব সময় হৃদয়কে সংযুক্ত করার একটি মাধ্যম এবং আমরা আমাদের বাংলাদেশি ভক্তদের সঙ্গে জাদুকরি মুহূর্ত তৈরি করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’ কনসার্টটি আয়োজন করছে মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন।

এ ছাড়া আগামী ২ মে রাজধানী ঢাকার ইউনাইটেড কনভেনশনে আয়োজিত কনসার্টে গাইবেন পাকিস্তানি ব্যান্ড জুনুনের ভোকাল আলী আজমত। ‘আলী আজমত (দ্য ভয়েজ অব জুনুন) লাইভ ইন ঢাকা’ শিরোনামের কনসার্টটি আয়োজন করছে অ্যাসেন বাজ।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত