Homeবিনোদনঢাকায় এসেও গাইতে না পেরে হতাশ মুস্তাফা জা‌হিদ, ভেন্যুই বুকিং দেয়নি আয়োজকেরা

ঢাকায় এসেও গাইতে না পেরে হতাশ মুস্তাফা জা‌হিদ, ভেন্যুই বুকিং দেয়নি আয়োজকেরা


কয়েকবার তারিখ পরিবর্তনের পর গত শুক্রবার ঢাকায় পাকিস্তানি সংগীতশিল্পী মুস্তাফা জাহিদের কনসার্ট আয়োজনের ঘোষণা দিয়েছিল মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন। কনসার্টে অংশ নিতে এক দিন আগেই ঢাকায় এসেছিলেন মুস্তাফা জাহিদ। তবে কনসার্ট শুরুর ঘণ্টাখানেক আগে হঠাৎ করে ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে নিরাপত্তার কারণ দেখিয়ে কনসার্ট স্থগিতের ঘোষণা দেয় আয়োজক প্রতিষ্ঠান। যাঁরা টিকিট কিনে কনসার্ট দেখতে এসেছিলেন, তাঁদের টাকা ফেরত দেওয়ার বিষয়ে কোনো ঘোষণা দেওয়া হয়নি। দর্শকেরা চেষ্টা করেও যোগাযোগ করতে পারেননি আয়োজকদের সঙ্গে। ঢাকায় এসেও গাইতে না পেরে হতাশা প্রকাশ করেছেন মুস্তাফা জাহিদ। কনসার্ট বাতিল হওয়ায় ক্ষোভ জানিয়েছেন দর্শকেরা। একই অবস্থা কনসার্টে পারফর্ম করার তালিকায় থাকা দেশের শিল্পীদেরও।

শুক্রবার সন্ধ্যায় কনসার্ট বাতিলের খবর ছড়িয়ে পড়ার পর অনলাইনে ক্ষোভ প্রকাশ শুরু করেন দর্শকেরা। তাঁরা অভিযোগ করেন, এ ধরনের ঘটনা শিল্পী ও দর্শকদের সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছু নয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সোশ্যাল মিডিয়ায় হতাশা প্রকাশ করে পোস্ট দেন মুস্তাফা জাহিদ। মুস্তাফা জাহিদ লেখেন, ‘একটু আগেই আয়োজকদের কাছ থেকে জানতে পারি নিরাপত্তাসংক্রান্ত উদ্বেগের কারণে আজ রাতের কনসার্টটি বাতিল করা হয়েছে। আমরা গত রাতে (বৃহস্পতিবার) ঢাকায় নেমে প্রস্তুতি নিয়েছি, দর্শকদের জন্য আজকে (শুক্রবার) এক অসাধারণ রাত উপহার দিতে ঢাকার শিল্পীদের সঙ্গে গভীর রাত পর্যন্ত রিহার্সাল করেছি।’

মুস্তাফা জাহিদের করা পোস্টে এর আগেও আয়োজকদের প্রতিশ্রুতি ভঙ্গের বিষয়টি উঠে আসে। সেই কথা তুলে ধরে নিজের হতাশা প্রকাশ করে মুস্তাফা জাহিদ লেখেন, ‘আয়োজকদের পক্ষ থেকে একাধিকবার প্রতিশ্রুতি ভঙ্গের পরও আমরা এখানে এসেছি শুধু আপনাদের ভালোবাসার প্রতি সম্মান জানাতে, আপনাদের মুখে হাসি ফোটাতে। কিন্তু কনসার্ট বাতিলের সিদ্ধান্তটি একেবারেই আমাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল। আমরা হতাশ হয়েছি এবং কষ্ট পেয়েছি। ঢাকা, আমরা এসেছিলাম তোমাদের জন্য। আমরা প্রস্তুত ছিলাম। খুব শিগগির হয়তো আরও ভালোভাবে তোমাদের সঙ্গে দেখা হবে।’

‘মেলোডি আনলিশড’ শিরোনামের কনসার্টে মুস্তাফা জাহিদের সঙ্গে আরও পারফর্ম করার কথা ছিল বাংলাদেশের সংগীতশিল্পী এ কে রাহুল, ব্যান্ড লেভেল ফাইভ ও এনকোর। হঠাৎ করে কনসার্ট বাতিল হওয়ার বিষয়টি বিব্রতকর ও লজ্জার বলে জানিয়েছেন তাঁরা। তাঁদের সঙ্গে কোনো যোগাযোগ না করেই কনসার্ট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেন তাঁরা।

কনসার্টটি হওয়ার কথা ছিল পূর্বাচলের বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে। কিন্তু গণমাধ্যমকে এই প্রদর্শনী কেন্দ্রের কর্তৃপক্ষ জানিয়েছে, মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন তাদের সঙ্গে যোগাযোগ করেছিল, কিন্তু ওই দিন তাদের নামে কোনো হল বুকিং করা হয়নি। এ বিষয়ে জানতে আয়োজকদের ফোনে যোগাযোগের চেষ্টা করলে নম্বর বন্ধ পাওয়া যায়।

গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মেলোডি আনলিশড কনসার্টটি। নিরাপত্তাজনিত সমস্যা দেখিয়ে সে সময় তা স্থগিত করেন আয়োজকেরা। এরপর কয়েকবার পরিবর্তন করা হয় তারিখ। এর আগে মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন ‘রক দ্য ক্যাপিটাল’ নামে একটি কনসার্ট স্থগিত করে। এখন পর্যন্ত সেই অনুষ্ঠানের টিকিটের টাকা ফেরত না দেওয়ার অভিযোগ আছে তাদের বিরুদ্ধে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত