Homeবিনোদনডুমসডে’ দিয়ে স্বমহিমায় ফিরছে মার্ভেল

ডুমসডে’ দিয়ে স্বমহিমায় ফিরছে মার্ভেল


আরও একবার একজোট হচ্ছে অ্যাভেঞ্জার্স। ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ মুক্তির প্রায় ছয় বছর পর ফের একাধিক সুপারহিরোকে নিয়ে সিনেমার ঘোষণা দিল মার্ভেল স্টুডিওস। প্রতিষ্ঠানটি সম্প্রতি ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ সিনেমার অভিনয়শিল্পীদের তালিকা প্রকাশ করেছে। কোনো টিজার বা ভিজ্যুয়াল প্রেজেন্টেশন দিয়ে নয়, ভিন্ন তরিকায় কাস্টিং রিভিল করল প্রতিষ্ঠানটি। মার্ভেলের সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হয় প্রায় সাড়ে পাঁচ ঘণ্টার লাইভ স্ট্রিমিং।

ভিডিওতে দেখা যায় সারি সারি চেয়ার। প্রতি চেয়ারে একেকজন অভিনয়শিল্পীর নাম লেখা। প্রতি দশ থেকে পনেরো মিনিট পরপর আসতে থাকে নতুন নাম। অ্যাভেঞ্জার্স: ডুমসডের শিল্পীদের নাম জানতে অধীর অপেক্ষায় ছিলেন দর্শক। এই লাইভ স্ট্রিমিং তার প্রমাণ, ২৭৫ মিলিয়ন দর্শক দেখেছেন ভিডিওটি। মার্ভেলের লাইভ স্ট্রিমিংয়ের ইতিহাসে যা সর্বোচ্চ।

অ্যাভেঞ্জার্স: ডুমসডেতে ফের একসঙ্গে দেখা যাবে মার্ভেলের সব হিরোকে। থর হিসেবে ফিরবেন ক্রিস হেমসওয়ার্থ, আয়রনম্যান থেকে ছুটি নিয়ে প্রথম বারের মতো ডক্টর ডুম হিসেবে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে ফিরছেন রবার্ট ডাউনি জুনিয়র। টম হিডলস্টন, প্যাট্রিক স্টুয়ার্ট, ইয়ান ম্যাকলেনের মতো অভিনেতাদেরও দেখা যাবে এ সিনেমায়। এ ছাড়া ‘এক্স মেন’, ‘অ্যান্ট ম্যান’, ‘দ্য ফ্যালকন’, ‘ব্ল্যাক প্যান্থার’, ‘ফ্যান্টাস্টিক ফোর’, ‘থান্ডারবোল্টস’-এর নায়ক-নায়িকাও থাকবেন অ্যাভেঞ্জার্স: ডুমসডেতে।

এ সিনেমার মাধ্যমে পরিচালক জুটি রুসো ব্রাদার্সও অনেক দিন পর ফিরছে মার্ভেলে। এর আগে তাঁরা ‘ক্যাপ্টেন আমেরিকা: উইন্টার সোলজার’, ‘সিভিল ওয়ার’ এবং অ্যাভেঞ্জার্সের সবশেষ দুটি সিনেমা পরিচালনা করেছিলেন। ২০২৬ সালের ১ মে মুক্তি পাবে অ্যাভেঞ্জার্স: ডুমসডে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত