Homeবিনোদনডিডিএলজে সিনেমার ৩০ বছর উদ্‌যাপন করবে ব্রিটিশ রেলওয়ে

ডিডিএলজে সিনেমার ৩০ বছর উদ্‌যাপন করবে ব্রিটিশ রেলওয়ে


শাহরুখ খান-কাজল জুটির সবচেয়ে আলোচিত সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। বলিউডের অন্যতম সেরা ব্যবসাসফল সিনেমা এটি। আদিত্য চোপড়া পরিচালিত সিনেমাটি মুক্তি পায় ১৯৯৫ সালের ২০ অক্টোবর। এ বছর মুক্তির ৩০ বছর পূর্ণ করতে যাচ্ছে মিউজিক্যাল রোমান্স ডিডিএলজে। এ উপলক্ষে বিশেষ উদ্যোগ নিয়েছে ব্রিটিশ রেলওয়ে।

বলিউডের এই সিনেমা নিয়ে ব্রিটিশ রেলওয়ের মাতামাতির বিশেষ কারণ রয়েছে। যশ রাজ ফিল্মসের এ সিনেমার বেশির ভাগ অংশের শুটিং হয়েছিল যুক্তরাজ্যে। সিনেমায় দেখা গিয়েছিল লন্ডন, ম্যানচেস্টারের একাধিক রেলস্টেশন। কিংস ক্রস স্টেশনে প্রথম দেখা হয়েছিল রাজ-সিমরানের, সেখানেই প্রথম পরস্পরের প্রতি প্রবল ভালোবাসা অনুভব করে। রেলস্টেশন এ সিনেমার গল্পের পরতে পরতে গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে দেখা দিয়েছে।

এদিকে এ বছরই ২০০ বছর পার করল ব্রিটেনের আধুনিক রেলপথ ব্যবস্থা। তাই শাহরুখ খান-কাজল অভিনীত প্রেমের সিনেমা ডিডিএলজের হাত ধরে এ বছর ভ্যালেন্টাইনস ডে উদ্‌যাপন করতে চায় ব্রিটিশ রেলওয়ে। সব মিলিয়ে এই বিশেষ বছরকে উদ্‌যাপন করতে ‘কাম ফল ইন লাভ—দ্য ডিডিএলজে মিউজিক্যাল’ নামে এক আন্তর্দেশীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ব্রিটিশ রেলওয়ে ও যশ রাজ ফিল্মস।

অনুষ্ঠানে সিনেমাটির গান ও গল্পকে নাটক আকারে মঞ্চস্থ করা হবে। অনুষ্ঠানের জন্য প্রাচ্য ও পাশ্চাত্য সুরের মিশ্রণে তৈরি করা হয়েছে ১৮টি ইংরেজি গান। রাজ-সিমরানের প্রথম দেখার দৃশ্যটিও মঞ্চে দেখানো হবে। জানা গেছে, আগামী ২৯ মে ম্যানচেস্টার অপেরা হাউসে শুরু হবে অনুষ্ঠান, চলবে ২১ জুন পর্যন্ত।

এক বিবৃতিতে ‘রেলওয়ে ২০০’ আয়োজনের নির্বাহী পরিচালক সুজান ডোনেলি বলেন, ‘যুগ যুগ ধরে চলচ্চিত্র নির্মাতাদের অনুপ্রাণিত করেছে রেলওয়ে। ফলে যোগাযোগের বাইরে সংস্কৃতিতেও রেলওয়ের গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। ব্রিটেনে আধুনিক রেলপথ ব্যবস্থার দ্বিশত বর্ষ ও ডিডিএলজের ৩০ বছর পূর্তি একই বিন্দুতে মিলে গেছে। তাই উপলক্ষটি জাঁকজমকভাবে আয়োজনের উদ্যোগ নিয়েছি আমরা।’





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত