Homeবিনোদনডন থ্রিতে শর্বরী | কালবেলা

ডন থ্রিতে শর্বরী | কালবেলা


বলিউডের অন্যতম ফ্র্যাঞ্চাইজি ‘ডন’। যার তৃতীয় সিনেমার জন্য নায়ক ঠিক হলেও নায়িকা নিয়ে ছিল জটিলতা। প্রথমে প্রিয়াঙ্কা চোপড়ার অভিনয় করার কথা থাকলেও, এরপর চুক্তিবদ্ধ হয়েছিলেন কিয়ারা আদভানি। তবে অন্তঃসত্ত্বা হওয়ার কারণে সিনেমাটি থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন তিনি। এবার এ সিনেমার সঙ্গে যুক্ত হলো আরও একটি নাম। ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামার সূত্রে জানা গেছে, শর্বরী ওয়াঘকে দেখা যাবে ডন থ্রিতে।

প্রতিবেদনে জনানো হয়, এ চরিত্রটির জন্য শর্বরী এবং আরও একজন অভিনেত্রীর নাম বিবেচনা করা হয়েছিল। তবে নির্মাতা ও প্রযোজক শর্বরীর সাম্প্রতিক কাজ বিবেচনায় তাকেই পছন্দ করেছেন। তবে আনুষ্ঠানিক ঘোষণা এখনই দেওয়া হবে না।

শর্বরী ওয়াঘের ২০২৪ থেকেই সময়টা ভালো যাচ্ছে। তিনি ‘বান্টি অউর বাবলি ২’ দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন। এরপর ওটিটিতে মুক্তি পাওয়া শর্বরীর ‘মহারাজ’ ও সাম্প্রতিক সিনেমা ‘বেদা’য় তার অভিনয় প্রশংসিত হয়েছে। আর এ তিনটি সিনেমাই বলিউডে শর্বরীকে পরিচিতি এনে দিয়েছে। ২০২৫ সালেই মুক্তি পাবে শর্বরীর আরও একটি নতুন সিনেমা যার নাম ‘আলফা’। এটিও অ্যাকশন ঘরানার। এখানে শর্বরীর সঙ্গে দেখা যাবে আলিয়া ভাট ও ববি দেউলের মতো তারকাদের। আর এরই মধ্যে এলো বড় খবর। ‘ডন ৩’-এ তার অভিনয় করার কথা প্রকাশ্যে আসতেই উচ্ছ্বসিত এ অভিনেত্রী।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত