এবারের ঈদে দেশের টেলিভিশন চ্যানেলগুলো নানা আয়োজনে সাজানো হয়েছে অনুষ্ঠানমালা। গান, গল্প, সিনেমা ও নাটকে টিভি পর্দায় জমজমাট কাটবে দর্শকের। সেই ধারাবাহিকতায় এবারও ঈদে বেশ কিছু ধারাবাহিক নাটক থাকছে টিভিতে। যেগুলো ঘিরে রয়েছে দর্শক প্রত্যাশাও। দেখে নেওয়া যাক ঈদের ধারাবাহিকে কোন চ্যানেলে কোন নাটক থাকছে।
চ্যানেল আই
ঈদের দিন থেকে সাত দিন
‘মিশন মুন্সীগঞ্জ’ (সন্ধ্যা ৬টা ১০ মিনিট) পরিচালনা আফজাল হোসেন।
অভিনয়ে আফজাল হোসেন, শহীদুজ্জামান সেলিম, চঞ্চল চৌধুরী, ভাবনা।
‘মিশন মুন্সীগঞ্জ’ ধারাবাহিকে চঞ্চল চৌধুরী ও ভাবনা। ছবি: সংগৃহীত
এনটিভি
‘ঈদের দিন থেকে সাত দিন’
‘রূপবানের প্রেম’ (সন্ধ্যা ৬টা ৩০ মিনিট) পরিচালনা হাসান রেজাউল।
অভিনয়ে তাসনুভা তিশা, শাওন, কচি খন্দকার, মুসাফির বাচ্চু, শেলী আহসান।
আরটিভি
ঈদের দিন থেকে ৭ দিন
‘এক্সকিউজ মি প্লিজ’ (রাত ৯টা ১০ মিনিট) পরিচালনা শহীদ উন নবী।
অভিনয়ে চাষী আলম, অনিক, আনিকা কবির শখ, শামীম হাসান সরকার।
ঈদের দিন থেকে ৭ দিন আরটিভিতে নাটক ‘এক্সকিউজ মি প্লিজ’। ছবি : সংগৃহীত
বাংলাভিশন
ঈদের দিন থেকে সাত দিন
‘টিম আফ্রিকা’ (সন্ধ্যা ৬টা ৩০ মিনিট) পরিচালনা মাইদুল রাকিব।
অভিনয়ে মারজুক রাসেল, হাসান মাসুদ, চাষী আলম প্রমুখ।
বৈশাখী
ঈদের দিন থেকে ৭ দিন
‘ব্লাক মানি’ (বিকেল ৫টা ১৫ মিনিট), পরিচালনা হাসান জাহাঙ্গীর।
অভিনয়ে ওমর সানী, কাজী হায়াৎ, হাসান জাহাঙ্গীর, ডন, অমিত হাসান।
‘মানি লোকের মান’ (বিকেল ৫টা ৪৫ মিনিট), পরিচালনা ফরিদুল হাসান।
অভিনয়ে জাহের আলভী, মিহি, আব্দুল্লাহ রানা, স্বপ্নীল সাথী প্রমুখ।
‘শাশুড়ির বিয়ে’ (সন্ধ্যা ৬টা ২০ মিনিট), পরিচালনা মাহমুদ হাসান রানা।
অভিনয়ে মীর সাব্বির, আ খ ম হাসান, মিহি, শিল্পী সরকার অপু।
‘লন্ডনি জামাই’ (সন্ধ্যা ৭টা ৩০ মিনিট), পরিচালনা আল হাজেন।
অভিনয়ে রাশেদ সীমান্ত, অহনা, আহসানুল হক মিনু।
‘ট্রাক ড্রাইভার’ (রাত ৯টা ২০ মিনিট), পরিচালনা রুহুল আমিন শিশির।
অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, ফারহানা মিলি, পুতুল প্রমুখ।
মাছরাঙা টেলিভিশন
ঈদের দিন থেকে সাত দিন
‘বিয়ের জ্বালা’ (সন্ধ্যা ৭টা ২০ মিনিট), পরিচালনা শহীদ উন নবী।
অভিনয়ে শামীম হাসান সরকার, সেমন্তী সৌমি, সাদিয়া তানজিন।
‘মধুমালা’ (রাত ৯টা ১০ মিনিট), পরিচালনা সকাল আহমেদ।
অভিনয়ে চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ, প্রাণ রায় প্রমুখ।