Homeবিনোদনটিভিতে নতুন সিনেমা

টিভিতে নতুন সিনেমা


ঈদ উপলক্ষে টিভি চ্যানেলগুলো প্রচার করবে বেশ কিছু নতুন পূর্ণদৈর্ঘ্য সিনেমা। এসব সিনেমার খবর থাকছে এই প্রতিবেদনে।

ঈদের দিন

এটিএন বাংলা

রাজকুমার (বেলা ২টা ৩০ মিনিট): পরিচালনা হিমেল আশরাফ; অভিনয়ে শাকিব খান, কোর্টনি কফি প্রমুখ।

চ্যানেল আই

কিল হিম (সকাল ১০টা ১৫ মিনিট): পরিচালনা এমডি ইকবাল; অভিনয়ে অনন্ত জলিল, বর্ষা প্রমুখ।

দীপ্ত টিভি

মেঘনাকন্যা (সকাল ৯টা): পরিচালনা ফুয়াদ চৌধুরী; অভিনয়ে কাজী নওশাবা, সেমন্তী সৌমি প্রমুখ।

ঈদের দ্বিতীয় দিন

চ্যানেল আই

দরদ (সকাল ১০টা ১৫ মিনিট): পরিচালনা অনন্য মামুন; অভিনয়ে শাকিব খান, সোনাল চৌহান।

দীপ্ত টিভি

ওমর (সকাল ৯টা): পরিচালনা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ; অভিনয়ে শরিফুল রাজ, নাসির উদ্দিন খান প্রমুখ।

তুফান (বেলা ১টা): পরিচালনা রায়হান রাফী; অভিনয়ে শাকিব খান, মিমি, নাবিলা, চঞ্চল চৌধুরী প্রমুখ।

আরটিভি

যদি একদিন (সকাল ১০টা ১০ মিনিট): পরিচালনা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ; অভিনয়ে তাহসান খান, শ্রাবন্তী প্রমুখ।

ঈদের তৃতীয় দিন

চ্যানেল আই

আগন্তুক (সকাল ১০টা ১৫ মিনিট): পরিচালনা সুমন ধর; অভিনয়ে শ্যামল মাওলা, পূজা চেরি প্রমুখ।

দীপ্ত টিভি

তালাশ (সকাল ৯টা): পরিচালনা সৈকত নাসির; অভিনয়ে শবনম বুবলী, আদর আজাদ প্রমুখ।

মাছরাঙা

শান (বেলা ২টা ৩০ মিনিট): পরিচালনা এম রাহিম; অভিনয়ে সিয়াম, পূজা চেরি।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত