Homeবিনোদনটাবুর শুটিং শুরু | কালবেলা

টাবুর শুটিং শুরু | কালবেলা


বলিউড তারকা অক্ষয় কুমার ও পরিচালক প্রিয়দর্শনের নতুন সিনেমা ‘ভূত বাংলা’। এর কাজ ২০২৪ সালের শেষের দিকে শুরু হয়। সিনেমাটির সঙ্গে আগেই যুক্ত হয়েছিলেন বলিউড অভিনেত্রী টাবু। এবার শুরু করলেন শুটিং।

টাবু শুটিংয়ের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘হাম ইহা বান্ধ হে’। যার বাংলা অর্থ, ‘আমি এখানে বন্দি’।

এর আগে সিনেমাটি এ বছর মুক্তির কথা ছিল। এরপর মুক্তির নতুন তারিখ নির্ধারণ করা হয় ২০২৬ সালের ২ এপ্রিল। এ সিনেমা দিয়ে দীর্ঘ দুই যুগ পর অক্ষয় কুমার ও প্রিয়দর্শনের ছবিতে আবারও দেখা যাবে টাবুকে।

এর আগে ২০০০ সালে প্রিয়দর্শনের ছবি ‘হেরা ফেরি’-তে অক্ষয় কুমার ও টাবুকে একসঙ্গে দেখা গিয়েছিল।

‘ভূত বাংলা’ ছবিতে টাবুকে এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। তার বিপরীতে অভিনয় করছেন অক্ষয় কুমার। ছবিতে অক্ষয় কুমার, টাবু ছাড়া আছেন পরেশ রাওয়াল, ভামিকা গাব্বি, রাজপাল যাদব ও আসরানি। অক্ষয় কুমার এখন ‘ভূত বাংলা’ ছবির শুটিংয়ে ব্যস্ত। এই ছবির লাগাতার শুটিং চলছে। এ বছর এপ্রিলের মধ্যে এই ভৌতিক হাসির ছবির শুটিং শেষ হওয়ার কথা রয়েছে।

টাবুকে সবশেষ অভিনয় করতে দেখা যায় রাজেশ কৃষ্ণনের ‘ক্রু’ সিনেমায়। এতে বিমানসেবিকার চরিত্রে অভিনয় করেন তিনি।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত