Homeবিনোদনটয় স্টোরি ৫-এ ফিরছেন টিম অ্যালেন

টয় স্টোরি ৫-এ ফিরছেন টিম অ্যালেন


যুক্তরাষ্ট্রের জনপ্রিয় অভিনেতা ও কমেডিয়ান টিম অ্যালেন। এবার তিনি বাজ লাইটইয়ার চরিত্রে ‘টয় স্টোরি ৫’-এ ফেরার ব্যাপারে ইঙ্গিত দিয়ে চমকে দিলেন ভক্তদের।

দ্য হলিউড রিপোর্টারের এক সাক্ষাৎকারে অ্যালেন বলেন, ‘এটা খুবই চতুর একটি গল্পের সিনেমা। আমি এক সপ্তাহ আগে বাজ চরিত্রে অভিনয় করার জন্য পাঁচ ঘণ্টার একটি সেশন করেছি।

তবে এবার আমার বাজ লাইটইয়ার চরিত্রে ফিরে আসার এ বিষয়টি খুবই অদ্ভুত।’

এদিকে ৭১ বছর বয়সী অভিনেতাকে টয় স্টোরির ৪টি পর্বের মধ্যে কোনটি তার সবচেয়ে প্রিয় জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘বলা খুব কঠিন। তবে টয় স্টোরি ১-এর মতো কিছু নেই। এটা ছিল একটি অসাধারণ অভিজ্ঞতা; কিন্তু আমি টয় স্টোরি ৩-কে সবচেয়ে বেশি প্রাধান্য দেব, কারণ এই পর্ব আমার কাছে সেরা ছিল।’

এদিকে ক্রিস ইভান্স ২০২২ সালে আলাদা চলচ্চিত্র ‘লাইটইয়ার’ এ বাজ লাইটইয়ারের চরিত্রে অভিনয় করেছিলেন, যা দর্শকদের কাছে তেমন জনপ্রিয়তা পায়নি। এ বিষয়ে অ্যালেন আরও জানান, ‘লাইটইয়ার’ একদম নতুন একটি টিমের সিনেমা ছিল। ছবিটি চমৎকার গল্পের হলেও এটির সঙ্গে দর্শকরা খেলনার কোনো সম্পর্ক অনুভব করতে না পারায় খুব বেশি জনপ্রিয়তা পায়নি।

অ্যান্ড্রিও স্ট্যান্টন ও ম্যাককেনা হ্যারিস পরিচালিত ‘টয় স্টোরি ৫’ সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালের ১৯ জুন। অ্যালেনের পাশাপাশি এ ছবিতে আরও অভিনয় করছেন ব্লেক ক্লার্ক।

বর্তমানে টিম অ্যালেন জন পাসকুইন পরিচালিত ‘শিফট গিয়ার্স’ সিনেমার প্রচারণায় ব্যস্ত রয়েছেন। সিনেমাটি মুক্তি পাবে ২০২৫ সালের ৮ জানুয়ারিতে।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত