Homeবিনোদনজোলির জীবন থেকে অনুপ্রাণিত সৃজিত

জোলির জীবন থেকে অনুপ্রাণিত সৃজিত


হলিউডের গ্লোবাল তারকা অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। যার জীবন থেকে অনুপ্রাণিত হয়ে এবার সিনেমা বানাচ্ছেন কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি, যা নিজেই নিশ্চিত করেছেন এই নির্মাতা। এ নিয়ে সৃজিত টেলিগ্রাফ ইন্ডিয়াকে সাক্ষাৎকার দিয়েছেন। যেখানে তিনি বলেন, “‘কিলবিল সোসাইটি’ শিরোনামের তার এ সিনেমাটি জোলির জীবন থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত করছেন তিনি। এটি মূলত ‘হেমলক সোসাইটি’র সিক্যুয়েল।”

এরপর তিনি আরও বলেন, ‘২০০৩ সালে দ্য ফেস ম্যাগাজিনের সঙ্গে এক সাক্ষাৎকারে জোলি জানিয়েছিলেন যে, ২২ বছর বয়সে তিনি স্বেচ্ছায় মৃত্যুর কথা ভেবেছিলেন। এবং রীতিমতো তাকে হত্যা করার জন্য একজনকে নিয়োগও দিয়েছিলেন! এই অভিনেত্রী জানিয়েছিলেন, তিনি চাননি তার মৃত্যু আত্মহত্যা হিসেবে ধরা হোক। কারণ এটি তার প্রিয়জনদের, বিশেষ করে তার মায়ের ওপর মানসিক বোঝা হিসেবে চাপবে।

জোলির এ ঘটনার অনুপ্রেরণাতেই সৃজিত সিনেমাটি নির্মাণ করছেন। বুধবার ‘কিলবিল সোসাইটি’র প্রথম গান প্রকাশ পেয়েছে। অনুপম রায়ের সুরে ‘নেই তুই আগের মতো’ শিরোনামের এ গানটিতে কণ্ঠ দিয়েছেন সোমলতা আচার্য।

১১ এপ্রিল মুক্তি পেতে চলেছে ‘কিলবিল সোসাইটি’। এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং কৌশানি মুখার্জি। আরও অভিনয় করেছেন বিশ্বনাথ বসু, সন্দীপ্তা সেন, অনিন্দ্য চ্যাটার্জি প্রমুখ।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত