অভিনেত্রী তাসনিয়া ফারিণ অভিনীত সিনেমা ‘ফাতিমা’ এবার ঘরে বসেই দেখতে পাবেন দর্শক। ১৭ এপ্রিল আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সিনেমা ‘ফাতিমা’র প্রিমিয়ার হতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।
২০২৪ সালের ২৪ মে ফারিণের ‘ফাতিমা’ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। দর্শক-সমালোচকদের কাছে বেশ প্রশংসিত হয় এটি। তার আগে ইরানের ৪২তম ফজর চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছিল সিনেমাটির। এ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করে ফারিণ ইরানের ওই উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন। অবশেষে সিনেমাটি ওটিটিতে মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটি পরিচালনা করেছেন ধ্রুব হাসান। শুরুতে এ সিনেমার নাম ঠিক করা হয় ‘দাহকাল’। এ নামেই শুরু হয় শুটিং। পরবর্তীকালে নাম পাল্টে রাখা হয় ‘ফাতিমা’। অর্থাৎ কেন্দ্রীয় চরিত্রের নামে।
তাসনিয়া ফারিণ ছাড়াও এখানে অভিনয় করেছেন ইয়াশ রোহান, তারিক আনাম খান, পান্থ কানাই, মানস বন্দ্যোপাধ্যায়সহ আরও অনেকে। এ সিনেমার মধ্য দিয়ে দেশের প্রেক্ষাগৃহে অভিষেক হয় তাসনিয়া ফারিণের। বর্তমানে এ অভিনেত্রী ছুটি কাটাচ্ছেন যুক্তরাজ্যে। স্বামী শেখ রেজওয়ানের সঙ্গে এবারের ঈদুল ফিতর সেখানেই পালন করেন তিনি। সেখানে ঘোরাঘুরি করে সময় কাটছে তার। যার ছবি ভেসে বেড়াচ্ছে ফারিণের সামাজিক যোগাযোগমাধ্যমে, যা দেখে বোঝাই যাচ্ছে মনের মতো করেই কাটছে তার দিন। এ মাসের শেষের দিকে দেশে ফিরবেন তিনি। ফিরেই ব্যস্ত হয়ে পড়বেন নতুন কাজ নিয়ে।
এবারের ঈদে তাসনিয়া ফারিণ অভিনীত ‘হাউ সুইট’ ওয়েবফিল্ম মুক্তি পায় বঙ্গ বিডিতে। কাজল আরেফিন অমির পরিচালনায় এতে ফারিণের বিপরীতে অভিনয় করেন জিয়াউল ফারুক অপূর্ব।