Homeবিনোদনছুটি শেষ হিমির | কালবেলা

ছুটি শেষ হিমির | কালবেলা


ঈদের সপ্তম দিন আজ। এরই মধ্যে ছুটির আমেজ শেষ হয়েছে। কর্মব্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষ। শহরে বেড়েছে যানবাহনের চাপ। তেমনি ব্যস্ততার ছোঁয়া লাগতে শুরু করেছে দেশের নাটক ইন্ডাস্ট্রিতেও। যেই ধারাবাহিকতায় ঈদের ছুটি শেষ করে অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমিও ফিরেছেন কাজে।

ঈদের নাটক একান্নবর্তীতে অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। ছবি : সংগৃহীত

এবারের ঈদে প্রতিদিনই টেলিভিশন ও ইউটিউব চ্যানেলে প্রচারিত হয়েছে হিমির নাটক, যা দর্শক মহলে ফেলেছে ব্যাপক সাড়া।

এদিকে ঈদের ছুটি কাটিয়ে ৫ এপ্রিল থেকে নাটকের শুটিং শুরু করেছেন এই অভিনেত্রী, যা নিয়ে কথা হয় কালবেলার সঙ্গে। হিমি বলেন, ‘ঈদের ছুটি শেষ, আবারও শুরু হয়েছে কাজ। ৫ এপ্রিল থেকে নাটকের শুটিং শুরু করেছি। যে নাটকগুলোর কিছু কাজ আগেই করা হয়েছিল। এখন বাকিটা শেষ করা হচ্ছে।’

ঈদের দিন অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। ছবি : সংগৃহীত

এরপর এবারের ঈদ কেমন কাটল জানতে চাইলে হিমি আরও বলেন, ‘পরিবার এবং সহকর্মীদের সঙ্গে কেটেছে। ছুটির দিনগুলো খুবই আনন্দে কেটেছে। পরিবার নিয়ে ঘুরতে যাওয়া, বন্ধুদের সঙ্গে আড্ডা, আসলে জীবনে এতটুকু পেলেই আমি খুশি। আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে আনন্দেই কেটেছে।’

নাটকের ব্যস্ত এই অভিনেত্রী গোটা বছরই কাজ নিয়ে ব্যস্ত সময় পার করেন, যা কোনো উৎসব এলে আরও বেড়ে যায়। এবারও তেমনই চাঁদ রাত অবধি করেছেন তিনি শুটিং। তবে এমন ব্যস্ততা উপভোগ করছেন হিমি।


এবারের ঈদে অভিনেতা নিলয় আলমগীরের সঙ্গে অভিনেত্রী হিমি একাধিক নাটকে অভিনয় করেছেন। ছবি : সংগৃহীত

নাটক ছাড়াও হিমিকে এবার দেখা গেছে ‘ইত্যাদির’ একটি গানে। চিত্রনায়ক সিয়াম আহমেদের সঙ্গে ঈদ উপলক্ষে ‘ইত্যাদির’ বিশেষ আয়োজনে গান করেন তিনি।

বর্তমান সময়ে নাটকের জনপ্রিয় জুটি নিলয়-হিমি, যা ঈদের নাটকেও দেখা গেছে। এবারের ঈদে হিমির বেশিরভাগ নাটকেই তার বিপরীতে ছিলেন নিলয় আলমগীর। এ ছাড়া অল্প কিছু নাটকে তাকে দেখা যায় মোশাররফ করিমের সঙ্গে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত