Homeবিনোদনচিরকুটের ‘জানা হলো না’ | কালবেলা

চিরকুটের ‘জানা হলো না’ | কালবেলা


দেশের জনপ্রিয় গ্লোবাল ব্যান্ড চিরকুট। বছরের শেষে ভক্তদের নতুন একটি গান উপহার দিয়েছে দলটি। যার শিরোনাম ‘জানা হলো না’। গানটি লিখেছেন ও সুর করেছেন শারমীন সুলতানা সুমী। মিউজিক ও সাউন্ড প্রডিউসারের দায়িত্বে ছিলেন পাভেল আরিন।

গানটি চিরকুটের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুকে শেয়ার করা হয়েছে সোমবার (গতকাল)। এটি প্রকাশের পর থেকেই দর্শকমহলে প্রশংসিত হচ্ছে।

গানটি নিয়ে সুমি বলেন, ‘অনেক প্রশ্নের উত্তর থেকে এ‍কটা হঠাৎ জন্মানো নতুন গান জমা দিলাম আপনাদের কাছে। ভালোবাসা জানবেন। শ্রোতাদের গান উপহার দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য। তাদের জন্যই আজকে চিরকুট এই অবস্থানে। এর বাইরে কোনো কিছু নিয়ে আমরা ভাবছি না। আশা করছি নতুন বছর সবার অসাধারণ কাটবে। তাই সবাইকে আগাম শুভেচ্ছা।’

এদিকে নতুন গানের পাশাপাশি চিরকুটের স্টেজ শো নিয়েও রয়েছে ব্যস্ততা। এ মাসে তারা এক দিনের জন্য লন্ডনে একটি কনসার্টও করে এসেছে। এরপর ২১ ডিসেম্বর ঢাকা মাতায় তারা।

সামনে বছর তাদের দেশের বাইরে বেশকিছু কনসার্ট রয়েছে।

২০২৩ সালে গানে গানে দুই দশক পার করে চিরকুট। তাদের প্রথম অ্যালবাম ‘চিরকুটনামা’ প্রকাশ পায় ২০১০ সালে। এরপর নাটক-সিনেমার গানেও নাম লেখায় চিরকুট। এখন পর্যন্ত তাদের তিনটি অ্যালবাম প্রকাশ পেয়েছে। এখন চলছে চতুর্থ অ্যালবামের কাজ। নাম ‘পেন্ডুলাম’। চিরকুটের দ্বিতীয় অ্যালবাম ‘যাদুর শহর’ প্রকাশিত হয় ২০১৩ সালে। সর্বশেষ তাদের তৃতীয় অ্যালবাম ‘উধাও’ প্রকাশ পায় ২০১৭ সালে।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত