চরিত্রাভিনেতা হিসেবে নিজেকে প্রমাণ করতে চান জাহিদ
বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০১ মার্চ ২০২৫, ০৮: ৫৫
জাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত
দীর্ঘদিন ধরে ঢাকাই সিনেমায় চলছে খলনায়কের সংকট। এক দশকের বেশি সময় মিশা সওদাগর হাল ধরে রয়েছেন। তরুণ প্রজন্মের কয়েকজন খল অভিনেতা নিজেদের প্রমাণ করার চেষ্টা করছেন। তাঁদের মধ্যে একজন জাহিদ ইসলাম। ২০১৫ সালে শিহাব শাহীন পরিচালিত ‘ছুঁয়ে দিলে মন’ দিয়ে ঢালিউডে অভিষেক হয় তাঁর। এর পর থেকে নিয়মিত অভিনয় করছেন তিনি। অভিনয় করেছেন ‘বসগিরি’, ‘পাসওয়ার্ড’, ‘শুটার’সহ বেশ কিছু সিনেমায়।
সিনেমার পাশাপাশি ছোট পর্দায়ও দেখা যায় জাহিদের অভিনয়। শুধু খলনায়ক নয়, নিজেকে প্রতিষ্ঠিত করতে চান একজন চরিত্রাভিনেতা হিসেবে। জাহিদ বলেন, ‘ভালোবাসা থেকে অভিনয়ে এসেছি। অভিনয়ের সুযোগ রয়েছে, এমন সব ধরনের চরিত্রে নিজেকে প্রমাণ করতে চাই; সেটা ইতিবাচক কিংবা নেতিবাচক, যা-ই হোক না কেন। দক্ষিণের বিজয় সেতুপতিকে আমার খুব ভালো লাগে। তাঁকে দুই ধরনের চরিত্রেই দেখা যায়। নিজেকেও সেভাবে গড়ে তুলতে চাই।’
আসছে ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত একাধিক সিনেমায় দেখা যাবে জাহিদ ইসলামকে। শাকিব খানের ‘বরবাদ’ ও সিয়াম আহমেদ অভিনীত ‘জংলি’তে অভিনয় করেছেন তিনি। দুটি সিনেমা নিয়ে আশাবাদী অভিনেতা। জাহিদ বলেন, ‘বরবাদ নিয়ে যা-ই বলি, তা কম হয়ে যাবে। শাকিব ভাই নিজেকে প্রতিটি সিনেমায় নতুনভাবে উপস্থাপন করছেন। তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অসাধারণ। আর জংলি হতে পারে সিয়ামের কামব্যাক সিনেমা। সিনেমাটি যদি দর্শক পছন্দ করেন, তাহলে মাসের পর মাস হল থেকে নামবে না। বরবাদের পরিচালক মেহেদী হাসান হৃদয় ও জংলির পরিচালক এম রাহিম আমাকে নতুনভাবে উপস্থাপনের চেষ্টা করেছেন। আশা করছি, সিনেমা দুটি আমার ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’