Homeবিনোদনচমকে দিলেন নিশো | কালবেলা

চমকে দিলেন নিশো | কালবেলা


রাজধানীর গুলশানে কয়েদির পোশাকে, হাতে হাতকড়া! দুই পাশে দুই পুলিশ! এমন চেহারায় হঠাৎ দেখা গেল জনপ্রিয় অভিনেতা আফরান নিশোকে। স্বভাবতই প্রশ্ন জাগে—তিনি কি গ্রেপ্তার হয়েছেন? সাজাপ্রাপ্ত আসামিরাইতো গ্রেপ্তারের পরই কয়েদির পোশাক পান। তাহলে নিশো কেন এমন রূপে?

আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে বস খ্যাত অভিনীতার সিনেমা ‘দাগি’। এই সিনেমার প্রচারের অংশ হিসেবেই বৃহস্পতিবার (২৭ মার্চ) রাজধানীর গুলশানের শুটিং ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি হাজির হন কয়েদির বেশে। শিহাব শাহীন পরিচালিত এই সিনেমা মূলত মুক্তি ও প্রায়শ্চিত্তের গল্প নিয়ে তৈরি।

সংবাদ সম্মেলনে চমক দিতে নিশোকে পুলিশ ভ্যানে করে আনা হয়। এরপর হাতকড়া পরিহিত অবস্থায় মঞ্চে ওঠেন তিনি। পরিচালক শিহাব নিজ হাতে তার হাতকড়া খুলে দেন এবং তাকে তার আসনে বসান। এই ব্যতিক্রমী প্রচারণা উপস্থিত সবাইকে বিস্মিত করে।

নির্মাতার ভাষ্য অনুযায়ী, ‘দাগি’ সিনেমার মূল চরিত্র নিশান-জেরিনের প্রেম, বিচ্ছেদ ও অনুশোচনার গল্প তুলে ধরবে। এখানে কারাগারের বিষয়ও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ, জেলের দাগ একবার লাগলে তা আজীবনের জন্য থেকে যায়। এখান থেকেই ক্ষমা ও প্রায়শ্চিত্তের মূল বার্তাটি উঠে আসবে।

‘দাগি’ সিনেমার শুটিং হয়েছে সৈয়দপুর, রাজশাহী ও ঢাকায়। সিনেমায় নিশোর পাশাপাশি অভিনয় করেছেন তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতুসহ অনেকে।

উল্লেখযোগ্য বিষয় হলো, এই সিনেমার টাইটেল গানে কণ্ঠ দিয়েছেন নিশো নিজেই। গানটির কথা লিখেছেন রাসেল মাহমুদ, সুর ও সংগীতায়োজন করেছেন আরাফাত মহসীন নিধি। নিশোর কণ্ঠে গানটি ইতোমধ্যে দর্শকদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।

আসছে ঈদে ‘দাগি’ মুক্তি পাচ্ছে, তবে দর্শক কি এই কয়েদির গল্পে নতুন কিছু খুঁজে পাবেন? উত্তর মিলবে সিনেমার পর্দায়!





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত