Homeবিনোদনঘুরে দাঁড়াচ্ছে ‘সিকান্দার’, দুই দিনে ১০০ কোটি পার

ঘুরে দাঁড়াচ্ছে ‘সিকান্দার’, দুই দিনে ১০০ কোটি পার


ঈদুল ফিতর উপলক্ষে বলিউডে মুক্তি পাওয়া একমাত্র সিনেমা সালমান খানের ‘সিকান্দার’। তাই এটি ঘিরে দর্শকের প্রত্যাশা শুরু থেকেই ছিল তুঙ্গে। তবে মুক্তির প্রথম দিন কিছুটা হতাশ করলেও বিশ্বব্যাপী সিনেমাটি দুই দিনেই শত কোটি রুপি ঘরে তুলেছে। আয়ের এই বিষয়টি নিশ্চিত করেছেন ছবির প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। খবর : ইংরেজি জাগরণ

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আজ দুপুরে একটি ছবি শেয়ার করেন সাজিদ। ছবিতেই আয়ের বিষয়টি উল্লেখ করে দেন তিনি।

প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার করা ইনস্টাগ্রাম পোস্ট। ছবি : সংগৃহীত

ছবিতে দেখা যায়, প্রথম দিন ‘সিকান্দার’ ভারত থেকে আয় করেছে ৩৫.৪৭ কোটি রুপি এবং বিশ্বব্যাপী ১৯.২৫ কোটি রুপি আয় করে। এরপর দ্বিতীয় দিন ভারত থেকে তুলে নেয় ৩৯.৩৭ কোটি রুপি এবং বহির্বিশ্ব থেকে আয় করে ১১.৮০ কোটি রুপি। সব মিলিয়ে সিনেমাটির মোট আয় দুই দিনে দাঁড়ায় ১০৫.৮৯ কোটি রুপি।


‘সিকান্দার’ সিনেমার প্রচারণায় দুবাইতে সালমান খান ও রাশমিকা। ছবি : সংগৃহীত

দীর্ঘ দুই বছর পর বড় পর্দায় ফিরলেন সালমান খান। এ আর মুরুগাদোস পরিচালিত এই সিনেমায় সালমান ও রাশমিকা পাশাপাশি অভিনয় করেছেন কাজল আগরওয়াল, সাথিয়ারাজ ও শারমান যোশী।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত